Dengue: ডেঙ্গি মোকাবিলায় রাজ্য সরকার ব্যর্থ, এই অভিযোগে, হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

<p>ডেঙ্গি ( Dengue ) নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ চিকিৎসক সঞ্জীব মুখোপাধ্যায়। প্রধান বিচারপতির এজলাসে দায়ের হল জনস্বার্থ মামলা ( Dengue PIL) । মামলাকারী চিকিৎসকের আবেদনে উল্লেখ, অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে মেডিক্যাল কমিশন গঠন করে নজরদারির ব্যবস্থা হোক। যত্রতত্র আবর্জনা ও জমা জল পরিষ্কারের নির্দেশ দিক আদালত। রক্ত পরীক্ষার ( Blood Test ) জন্য মোবাইল ইউনিট চালু করার আবেদনও জানানো হয়েছে। মামলাকারী চিকিৎসকের অভিযোগ, রাজ্য ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ। পুরসভা ও পঞ্চায়েতগুলি কোনও কাজ করছে না। ডেঙ্গি নিয়ে কেন্দ্রকে সঠিক পরিসংখ্যান দিচ্ছে না রাজ্য, অভিযোগ মামলাকারীর। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।</p>