Flash Flood in Teesta: তিস্তায় হড়পা বান, তলিয়ে গেল সেনার গাড়ি, নিখোঁজ ২৩ জওয়ান

বিদায়কালে বর্ষার রুদ্রমূর্তি বাংলা এবং সিকিমে। এই আবহে উত্তরবঙ্গ এবং সিকিমের নদীগুলির জলস্তর বেড়েছে। আর আজ সকাল সকাল তিস্তায় হড়পা বান আসে। এর জেরে সেনার একটি ট্রাক তলিয়ে যায় তিস্তায়। সেনার সেই ট্রাকে অন্তত ২৩ জন জওয়ান ছিলেন বলে জানা গিয়েছে। নিখোঁজ জওয়ানদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। জানা গিয়েছে, সিংতামের কাছে বরদঙে নদীর ধারে একটি রাস্তায় দাঁড় করানো ছিল সেনার গাড়িটি। হড়পা বান আসায় ট্রাকটি তলিয়ে যায় নদীতে।

রিপোর্ট অনুযায়ী, চুংথাম বাঁধ তেকে জল ছাড়ার জেরেই তিস্তায় এই হড়পা বান আসে। জলস্তর এক লাফে ১৫ থেকে ২০ ফিট পর্যন্ত বেড়ে যায়। এই আবহে প্রবল বেগে ছুটে আসা নদীর জল ভাসিয়ে নিয়ে চলে যায় সেনার ট্রাককে। উল্লেখ্য, গতরাত থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে সিকিমে। মেঘ ভাঙা বৃষ্টিতে গতরাতেই অন্তত সাতজন নিখোঁজ হন। ৬টি সেতু ধুয়ে যায়। আর আজ সকালে হড়পা বানে তলিয়ে গেল সেনার গাড়ি।

বিস্তারিত আসছে…