Kolkata Police Driver Recruitment 2023: এইট পাশে কলকাতা পুলিশে ড্রাইভার পদে চাকরি, বয়স কত লাগবে, কোথায় আবেদন, সব জানুন

আবার চাকরির সুযোগ কলকাতা পুলিশে। চালক পদে কলকাতা পুলিশে নিয়োগ হবে এবার। ড্রাইভার-পুলিশ ড্রাইভার পোস্টে নিয়োগ হবে কলকাতা পুলিশে। কলকাতা পুলিশের অফিসিয়াল  সাইটে গিয়ে আবেদন করতে পারেন। ৪১২টি পদে নিয়োগ করা হবে। kolkatapolice.gov.in ওয়েবসাইটে গিয়ে এই নিয়োগ করা হবে বলে খবর। 

এই পোস্টে আবেদনের শেষ দিন ৯ অক্টোবর। যোগ্য়তা, বয়স সীমাটা জেনে নিন। 

বয়স- ২১ থেকে ৪০ বছরের মধ্য়ে বয়স হলেই হবে। 

শিক্ষাগত যোগ্যতা- কোনও স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি পাশ করলেই হবে। তবে ট্রান্সপোর্ট লাইসেন্স থাকতে হবে। কোনও সরকারি সংস্থায়, আধা সরকারি সংস্থায়, বেসরকারি ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

চালক হিসাবে ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউ হবে। সেই পরীক্ষার পরে মেরিট লিস্ট বের করা হবে। প্রাথমিকভাবে যারা পরীক্ষায় পাশ করবেন তাদের কলকাতা পুলিশ হাসপাতালে মেডিক্যাল ফিটনেস পরীক্ষায় বসতে হবে। 

কোথায় আবেদনপত্র পাঠাবেন?

আবেদনপত্র পূরণ করে সেটা নিজে গিয়ে ২৪৭ এজেসি বোস রোড, কলকাতা ২৭ এ পুলিশ ট্রেনিং স্কুলের ড্রপ বক্সে রেখে আসুন। এরপর সেখান থেকে যোগ্য প্রার্থীকে ডাকা হবে। 

কলকাতা পুলিশে চালকের চাকরি অনেকের কাছেই চ্যালেঞ্জিং। ক্লাস এইট পাশ করলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে গাড়ি চালাতে জানতে হবে। সেক্ষেত্রে আর দিন বেশি নেই। এখনই  আবেদন করে ফেলুন। তবে আবেদনপত্রটা ঠিকঠাক করে পূরণ করা বাঞ্চনীয়।