Video: ‘এটাই স্টাইল’, হাতে পিস্তল, হাসপাতালে দাঁড়িয়ে মুচকি হাসছেন বিধায়ক! লজ্জা পাবেন ফাটাকেষ্টও, দেখুন ভিডিয়ো

বিহারের ভাগলপুরের জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল। সেখানকার করিডরে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। হাতে রিভালবার। তিনি আসলে জেডিইউ বিধায়ক গোপাল মণ্ডল। এক ঝলক দেখলে অবাক হতেই হয়। তিনি পুলিশের কেউ নন। সেনাও নন। তিনি এমএলএ। কিন্তু হাতে রিভালবার কেন? কোমরে গোঁজাও নয়। এমএলএর সহাস্য জবাব, এটাই আমার স্টাইল।

এমএলএ ফাটাকেষ্টর কথা গল্প কথায় শোনা যায়। কিন্তু একেবারে বাস্তবের জমিতে হাতে রিভালবার নিয়ে এমএলএ হাসপাতালে দাঁড়িয়ে আছেন এই ছবি দেখে ভিড়মি খেতে পারেন অনেকেই। মঙ্গলবার সন্ধ্যায় তিনি নাতনিকে নিয়ে হাসপাতালে সিটি স্ক্য়ানের জন্য় এসেছিলেন। হাতে পিস্তল। একজন প্রশ্নই করে ফেলেছিলেন, তখন তিনি বলেন, এটা কোমরে রাখার জিনিস নয়, এটা হাতেই রাখতে হয়।

 

এখানেই থেমে থাকেননি তিনি। তিনি বলেন, আগে দুষ্কৃতীর আমার পেছনে থাকত। সেকারণে বন্দুক রাখা শুরু করি। এখন রাজনীতির লোকজন আমার পেছনে থাকছে। কারণ আমি এমপি হব। আত্মরক্ষার জন্য রিভালবার রাখি। যদি কেউ আমাকে মারার সাহস দেখায় তাকেও মেরে দেব। আমাদের সম্প্রদায়ের সবথেকে বেশি ভোট। তারা আমাকে এমপি করবে।

আর সবশেষে তিনি বলেন, এটাই আমার স্টাইল। অনুগামীরা এটা পছন্দও করেন।

সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে এমএলএর পাশে কয়েকজন পুলিশকর্মীও রয়েছেন। তাদের সামনেই তিনি হাতে বন্দুক নিয়ে। মনে করা হচ্ছে এটাই তাঁর স্টাইল। সম্ভবত ওই বন্দুকের লাইসেন্স রয়েছে। তবে কোমরে না গুঁজে পিস্তল হাতে এমন বিধায়ক দেখা পাওয়াটাও দুর্লভ ঘটনা।