নবম শ্রেণির ছাত্রকে পিষে দিয়ে চলে গেল স্কুলবাস, আবার বাংলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা

আবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হল। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল বাঁকুড়ার কোতুলপুরে। আজ, বৃহস্পতিবার সকালে প্রবল বৃষ্টি মাথায় নিয়ে ওই স্কুল ছাত্র টিউশন পড়তে যাচ্ছিল। সাইকেলে চেপে ছাত্রটি পড়তে যাচ্ছিল। তখন একটি স্কুলবাস তাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় স্কুল ছাত্রের। এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিষ্ণুপুর–আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কে উত্তেজনা ছড়ায়।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতোই আজ সকালে তেঁতুলিমুড়ি গ্রাম থেকে সাইকেলে চড়ে মির্জাপুরে টিউশন পড়তে যাচ্ছিল মদনমোহনপুর হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র দেব দে। সাইকেল কোতুলপুর–বিষ্ণুপুর রাজ্য সড়কে উঠতেই একটি স্কুলবাস তাকে ধাক্কা মারে। তখনই ঘটনাস্থলে ছিটকে পড়ে ওই পড়ুয়া। সকাল থেকে নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছিল। তখন রাস্তা ধরে সাইকেল চালিয়ে যাচ্ছিল ওই পড়ুয়া। হঠাৎ তাকে ধাক্কা মারে একটি স্কুল বাস। সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথা ফেটে যায় তার। তখন জখম ওই ছাত্রের পেটের উপর দিয়েই স্কুল বাসটি চলে যায়।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, এদিকে মৃত পড়ুয়ার নাম দেব দে (‌১৪)‌। দেবের বাড়ি তেঁতুলিমুড়ি গ্রামে। মদনমোহনপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। সে সাইকেল চালিয়ে মির্জাপুরে টিউশন পড়তে যাচ্ছিল। তখন একটি স্কুলবাস তাকে পিষে দিয়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় পুলিশ গিয়ে ওই ছাত্রকে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সব ব্যবস্থা করেও সেখানের চিকিৎসকরা ছাত্রকে পরীক্ষা করে দেখে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই পথ দুর্ঘটনার পরই স্কুল বাসটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পুলিশ রাস্তার নানা মোড়ে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘাতক বাসটিকে চিহ্নিত করার কাজ শুরু করেছে।

আরও পড়ুন:‌ একশো দিনের কাজের টাকা কেন পাচ্ছি না?‌ রাজ্যপালকে কাছে পেয়ে প্রশ্ন দুর্গতদের

আর কী জানা যাচ্ছে?‌ মৃতের বাড়িতে খবর পৌঁছতেই কান্নার রোল ওঠে। এই ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা পাড়া। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘাতক স্কুল বাসটিকে চিহ্নিত করতে রাস্তার মোড়ের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গ্রামের রাস্তায় এমন পথ দুর্ঘটনা কেমন করে ঘটল?‌ তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। বৃষ্টিতে স্কুলবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলে অনেকে মনে করছেন।