NBSTC Double Decker Bus: পুজোয় এবার দোতলা বাস, উত্তরবঙ্গের রাজার শহরে ফিরে দেখুন ছোটবেলা

পুজোয় কি এবার উত্তরবঙ্গ যাওয়ার কথা ভাবছেন? পুজোর সময় উত্তরবঙ্গে থাকলে এবার দোতলা বাস চাপতে ভুলবেন না। উত্তরের পুজোয় এবার দোতলা বাস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এনিয়ে চিন্তাভাবনা করছে।  শুরু হতে পারে দোতলা বাসে দর্শনীয় জায়গাগুলি ঘুরিয়ে দেখানোর উদ্যোগ। এমনটাই পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এটা আপাতত কোচবিহার কেন্দ্রীক করার ব্যাপারে পরিকল্পনা নেওয়া হচ্ছে। 

তবে দোতলা বাস  মানেই একটা নস্টালজিক ব্যাপার। সন্তানের হাত ধরে উঠে পড়ুন দোতলা বাসে। সেই যে ছোটবেলায় আপনি বাবার হাত ধরে চেপেছিলেন দোতলা বাসে , দেখুন বাসের জানালার ধারে বসে মনে পড়ে যাবে সেদিনের কথাও। 

আসলে কোচবিহারে দোতলা বাসের সঙ্গে একটা আলাদা আবেগ জড়়িয়ে রয়েছে। রাজার শহরে দোতলা বাস মানেই  রাজকীয় ব্যাপার। সেই আবেগকে স্পর্শ করতে পারবেন আপনিও। 

দোতলা বাসে জয় রাইড। মানে টয় ট্রেনে জয় রাইডের কথা জানেন অনেকেই। তবে এটা হল দোতলা বাসে জয়রাইড। বিগত দিনে কোচবিহারের রাস্তায় দোতলা বাস চলত। তবে পরবর্তী সময়ে সেই উদ্যোগে ভাটা পড়ে। নানা কারণে এই বাস আর চালানো হয় না। তবে এখনও রাখা আছে সেই বাস। উৎসবে, পার্বণে পর্যটকদের আকৃষ্ট করতে এই দোতলা বাস বের করা হয়। তবে এই বাসে তেল খরচ অনেকটাই বেশি হয়। তাছাড়া যন্ত্রাংশও ঠিকঠাক পাওয়া যায় না । সব মিলিয়ে এই বাস নিয়মিত চালানো হয় না। তবে রাজার শহরে এনবিএসটিসির দোতলা বাসের ঐতিহ্যই আলাদা। 

মোটামুটি বাসে ৫০জন যাত্রী নেওয়া হবে। কোচবিহারের বিভিন্ন প্রাচীন জায়গাকে ছুঁয়ে যাবে এই বাস। কোচবিহার বাস স্ট্যান্ড থেকে এই বাস ছাড়ার কথা রয়েছে। কোচবিহার রাজবাড়ির সামনে দিয়ে যাবে। এছাড়াও বিভিন্ন দর্শনীয় জায়গায় যাবে এই বাস। উত্তরের বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি দিয়ে সাজানো আছে এই বাস। মাথাপিছু মোটামুটি ১০০ টাকা করে খরচ হতে পারে।