‘‌সপ্তপদী’‌ ছাড়া হিন্দু আইনে বিবাহ বৈধ নয়, বড় রায় দিল এলাহাবাদ হাইকোর্ট

সপ্তপদী অনুষ্ঠান এবং আনুষঙ্গিক নিয়ম না মেনে হিন্দু বিবাহ বৈধ নয়। অর্থাৎ অগ্নিসাক্ষী করে সাতপাকে প্রদক্ষিণ না করে হিন্দু মতে বিয়ে হলে সেটা বৈধ নয়। এমনই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। আর তাতে স্তম্ভিত মামলাকারী স্বামী। হিন্দু বিবাহ আইনে বৈধ বিয়ের জন্য ‘‌সপ্তপদী’‌ অন্যতম অপরিহার্য নিয়ম বলেও জানিয়ে দেয় আদালত। এমনকী এই একটি কারণ উল্লেখ করে একটি মামলার পুরো প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করেছে এলাহাবাদ হাইকোর্ট।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ সাতপাকে অগ্নিকে প্রদক্ষিণ না করে হিন্দুমতে বিয়ে বৈধ নয় বলে মন্তব্য করেছে এলাহাবাদ হাইকোর্ট। এই পর্যবেক্ষণ শুনতে হবে তা ভাবতে পারেননি মামলাকারী স্বামী। আদালত সূত্রে খবর, সপ্তপদী এবং অন্য়ান্য নিয়ম ছাড়া হিন্দু বিয়েকে বৈধ বলা যায় না। মামলাকারী স্বামীর বক্তব্য ছিল, আইনি মতে বিবাহবিচ্ছেদ না করেই তাঁর স্ত্রী দ্বিতীয়বার বিয়ে করেছেন। এই আবেদন করে উপযুক্ত শাস্তির দাবিতে আদালতের দ্বারস্থ হন স্বামী। সেই মামলার প্রেক্ষিতেই এমন মন্তব্য করেছেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সঞ্জয়কুমার সিং।

তারপর ঠিক কী ঘটল?‌ স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ আদালতে তুললেও তা ধোপে টেকেনি। উলটে স্মৃতি সিংয়ের দায়ের করা একটি পিটিশনের উদাহরণ দিয়ে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সঞ্জয়কুমার সিং বলেন, ‘‌বিয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে গাম্ভীর্যপূর্ণ শব্দটি। আচার এবং নিয়ম মেনে উদযাপন করা হয় বিয়ে। আর সঠিক রীতি–নীতি না মেনে বিয়ে হলে বিয়েটির গুরুত্ব থাকে না। আর বৈধ বিয়ে না হলে আইনের চোখেও সেটা বিয়ে নয়। তাই বিয়েটি বৈধ নয় বলছে আইন। আইনের চোখে সংশ্লিষ্ট সম্পর্ক বিয়ে বলে গৃহীত হয় না। হিন্দু বিবাহ আইনে বৈধ বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল সপ্তপদী। কিন্তু এই মামলায় সেটাই অনুপস্থিত।’‌

আরও পড়ুন:‌ নাগাড়ে বৃষ্টিতে একাধিক নদীবাঁধে নামল ধস, দক্ষিণ ২৪ পরগনায় আতঙ্কিত মানুষ

আর কী জানা যাচ্ছে?‌ আদালত সূত্রে খবর, এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি ৯৫৫ সালের হিন্দু বিবাহ আইনের ৭ নম্বর অনুচ্ছেদ তুলে ধরেন। আর সেখানে উল্লেখ রয়েছে, আচার–অনুষ্ঠান মেনে, সপ্তপদী করে সম্পন্ন হতে পারে হিন্দু বিবাহ। তার মধ্যেই সপ্তপদী অর্থাৎ অগ্নি সাক্ষী করে সাতপাকে প্রদক্ষিণের কথা উল্লেখ রয়েছে। এই নিয়মকে বিয়ে সম্পূর্ণ হওয়া এবং সারাজীবন স্বামী–স্ত্রী পরস্পরের সঙ্গে থাকবেন বলে ধরে নেওয়া হয়। তাই দ্বিতীয় বিয়ের জন্য অভিযুক্ত অপরাধ করেছেন এমনটা ধরে নেওয়া যায় না। তাঁর বিরুদ্ধে তেমন কোনও প্রমাণ দিতে পারেননি মামলাকারী। হিন্দু বিবাহ আইন অনুযায়ী, সাতপাকে প্রদক্ষিণ ছাড়া হিন্দু বিয়ে গণ্য বলে গৃহীত হয় না জানিয়ে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।