IOC President PT Usha Credits Prime Minister Narendra Modi For Indian Athletes Success In Asian Games 2023

নয়াদিল্লি: সাম্প্রতিক সময়ে ভারতীয় অ্যাথলিটরা বড় বড় টুর্নামেন্টে বেশ ভালই পারফর্ম করেছেন। গত অলিম্পিক্সে বেজিংয়ে রেকর্ড পদক এসেছিল ভারতের ঝুলিতে। হাংঝৌতে চলতি ১৯তম এশিয়ান গেমসেও (Asian Games 2022) ভারতের সাফল্যের ধারা অব্যাহত। ইতিমধ্যেই এশিয়ান গেমসে নিজেদের সর্বকালের সর্বোচ্চ পদক জিতে নিয়েছে ভারতীয় দল। ভেঙে দিয়েছে অতীতের রেকর্ড। ভারতীয় অ্যাথলিটদের এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই (Narendra Modi) কিন্তু কৃতিত্ব দিচ্ছেন পিটি ঊষা (PT Usha)।

ভারতীয় অলিম্পিক্সে অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষার মতে ভারতীয় অ্যাথলিটরা যে সুযোগ সুবিধা পাচ্ছেন, তার জেরেই সাফল্য আসছে। তিনি বলেন, ‘আমি খুবই খুশি। আমরা সিংহভাগ ইভেন্টেই পদক পেয়েছি। দেশের প্রধানমন্ত্রীর সৌজন্যে ভারত ক্রীড়াবিভাগে এত উন্নতি করছে। আমরা ক্রীড়াবিদদের যথেষ্ট সুযোগ, সুবিধা দিচ্ছি এবং তার ফলেই সাফল্যও আসছে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কিন্তু গোটা এশিয়ান গেমস জুড়ে ক্রীড়াবিদদের উৎসাহ বাড়াতে দেখা গিয়েছে।

 

 

নিয়ম করে তিনি ভারতের পদকজয়ীদের সোশ্যাল মিডিয়া মারফৎ শুভেচ্ছাও জানাচ্ছেন। প্রসঙ্গত, এশিয়ান গেমসের ১২ নম্বর দিনে ভারতীয় অ্যাথলিটরা তিন তিনটি স্বর্ণপদক জেতে। কমপাউন্ড তিরন্দাজিতে ভারতীয় পুরুষ এবং মহিলা উভয় দলই সোনা জেতে। স্বর্ণপদক আসে স্কোয়াশের মিক্সড ডাবলস বিভাগেও। ভারতীয় দল আজ তিনটি সোনার পাশাপাশি একটি রুপো এবং একটি ব্রোঞ্জ মিলিয়ে মোট পাঁচটি পদক জেতে।

এর সুবাদেই ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৮৬। এই এশিয়ান গেমসের আগে ২০১৮ সালে ভারত মোট ৭০টি পদক জিতেছিল। সেই রেকর্ড কিন্তু গতকালই ভেঙে গিয়েছিল। প্রতিযোগিতার ১২ নম্বর দিনেও সেই সাফল্যের ধারা অব্যাহত রইল। ভারতীয় চলতি এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ২১টি সোনার পাশাপাশি ৩২টি রুপো এবং ৩৩টি ব্রোঞ্জ পদক জিতেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুুন: ব্যাডমিন্টন থেকে জোড়া পদক নিশ্চিত, সেমিফাইনালে পৌঁছলেন প্রণয়, শেষ চারে সাত্ত্বিক-চিরাগ জুটিও