South Point School: সাউথ পয়েন্টের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, গাদা গাদা প্রেসারের ওষুধ, কীসের এত চাপ?

সাউথ পয়েন্টের এক ছাত্রের মৃত্যুকে ঘিরে নতুন করে একরাশ প্রশ্ন উঠে গেল। অতিরিক্ত মাত্রায় প্রেসারের ওষুধ খাওয়ার জেরে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু দশম শ্রেণির ছাত্র কেন এতগুলি প্রেসারের ওষুধ খেল? কীসের এত চাপ? ক্লাসের প্রতিযোগিতা নিয়ে কি চাপ দেওয়া হত তাকে? ইঁদুর দৌড়ে কি ক্রমেই পিছিয়ে পড়ছিল সে? পুলিশ ইতিমধ্য়ে দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। 

কিন্তু সে কি নিজের জন্য প্রেসারের ওষুধ খেত? নাকি বাড়ির অন্য কারোর ওষুধ খেয়ে ফেলল নীলাদ্রি? অনেক প্রশ্নেরই উত্তর মিলছে না। তবে পুলিশ গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। সেই সঙ্গে এই ঘটনা ফের আয়নার সামনে দাঁড় করাল অভিভাবকদের। তবে কি ইঁদুর দৌড়ে নামাতে গিয়ে ছেলে মেয়েদের মৃ্ত্যুর দিকে ঠেলে দিচ্ছেন অভিভাবকরা? 

বুধবার সন্ধ্যায় বাঘাযতীনের একটা বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছিল ১৫ বছর বয়সি এক স্কুল ছাত্রের। নাম নীলাদ্রি মান্না। সাউথ পয়েন্ট স্কুলের নবম শ্রেণির ছাত্র। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সোমবার। বলা হয়েছিল আত্মহত্যা করতে চেয়ে বেশি পরিমাণ ওষুধ খেয়ে ফেলেছিল ওই কিশোর। হাসপাতালে সেকথাই বলা হয়েছিল। হাসপাতালে কিছুক্ষণ রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার আবার সে অসুস্থ হয়ে পড়ে। আবার নিয়ে আসা হয় হাসপাতালে। জানা যায় প্রেসার কমানোর ওষুধ বেশি মাত্রায় খেয়ে নিয়েছিল নীলাদ্রি। তাতেই একেবারে চরম অসুস্থ হয়ে পড়ে সে। এরপর  দফায় দফায়  অসুস্থ হয়ে পড়ে সে। বুধবার সন্ধ্য়ায় মারা যায় কিশোর। 

পরিবারের তরফে সংবাদমাধ্য়মের কাছে দাবি করা হয়েছে, হাসপাতালের পরিকাঠামো ঠিকঠাক ছিল না। চিকিৎসা কিছুই হয়নি। আর কারো কোল এভাবে যেন খালি না হয়ে যায়। সেই সঙ্গেই তাঁরা  জানিয়েছেন স্কুলে টিকে থাকার একটা লড়াই ছিল। সকলেই চাইত যাতে স্কুলে থেকে যেতে পারে।