Satwiksairaj Rankireddy And Chirag Shetty Assures Medal Reaches Badminton Doubles Semi Final

হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2022) ১২ নম্বর দিনের শুরুতে এইচএস প্রণয় (HS Prannoy) সিঙ্গেলসে ভারতের হয়ে ঐতিহাসিক পদক নিশ্চিত করেছিলেন। শেষবেলায় ভারতের হয়ে ব্যাডমিন্টন থেকে আরও একটি পদক সুনিশ্চিত হল। সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty) ডাবলসের সেমিফাইনালে পৌঁছে ভারতের হয়ে পদক সুনিশ্চিত করলেন। 

সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার লি জ়ি জিয়াকে হারালেন তিন গেমের লড়াইয়ে ২১-১৬, ২১-২৩, ২২-২০ স্কোরলাইনে হারান প্রণয়। তবে সাত্ত্বিকরা স্ট্রেট গেমেই নিজেদের ম্যাচ জিতলেন। সিঙ্গাপুরের জু জাই এনজি এবং প্রাজোগত জোহানের জুটিকে ভারতীয় শাটলাররা দাপুটে মেজাজে ২১-৭, ২১-৯ স্কোরলাইনে হারান। 

সিঙ্গেলসের সর্বোচ্চ ব়্যাঙ্কিংয়ে থাকা প্রণয় দাপটের সঙ্গেই ম্যাচের শুরুটা করেন। সহজেই তিনি প্রথম গেম জিতে নেন। দ্বিতীয় গেমও প্রণয়ের নাগালেই ছিল। তবে শেষ মুহূর্তে দুরন্ত কামব্যাক করে ম্যাচে সমতায় ফেরেন লি জ়ি। তৃতীয় গেমেও হাড্ডাহাড্ডি লড়াই চলে। তবে শেষমেশ প্রণয় মাথা ঠান্ডা করে ম্যাচ বের করে নেন। প্রণয়ের সৌজন্যেই ভারতের চার দশকের অপেক্ষার অবসান ঘটল। ১৯৮২ সালে সৈয়দ জাইদি শেষ ভারতীয় শাটলার হিসাবে এশিয়ান গেমসে সিঙ্গলসে পদক জিতেছিলেন। তার ৪১ বছর পর প্রণয় ভারতের হয়ে ব্যাডমিন্টনের সিঙ্গলসে পদক নিশ্চিত করলেন।

 

অপরদিকে, সাত্ত্বিক-চিরাগ নিজেদের দাপটে প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি। তাঁদের ব্যাকহ্যান্ড শটগুলি সামলাতে গিয়েই হিমশিম খান সিঙ্গাপুরের শাটলার জুটি। ব়্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা থাকা জুটি খুবই সহজে পরপর দুই গেম জিতে নিয়ে ম্যাচ জিতে নেন। লিরয় ডি’সা এবং প্রদীপের জুটির ৪১ বছর পর এশিয়ান গেমসের ডাবলসে ভারতের হয়ে পদক নিশ্চিত করলেন সাত্ত্বিকরা।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মহিলাদের পর পুরুষদের দলগত তিরন্দাজিতেও সোনা এল ভারতের ঝুলিতে