Abhishek Banerjee: মমতার স্টাইলেই রাজভবনের দুয়ারে অভিষেক, এলেন রুজিরাও, রাজ্যপাল কবে আসবেন?

রাজভবন অভিযানে গিয়েছিল তৃণমূল। আর তখন শিলিগুড়িতে বন্যা দুর্গতদের পাশে রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি জানিয়েছেন, শিলিগুড়িতে এসে দেখা করে যেতে পারে তৃণমূল। এমনটাই দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, রাজ্যপাল না ফেরা পর্যন্ত তিনি রাজভবনের সামনে রাতদিন অবস্থান করবেন।

কিন্তু এটা কতদিন?

তৃণমূল নেতৃত্বের দাবি রাজ্যপাল শিলিগুড়িতে আসতে বলেছিলেন। মানে ঘণ্টা দুয়েকের মধ্যে তিনি শিলিগুড়িতে যেতে বলেছিলেন। কিন্তু অত কম সময়ের মধ্যে সেটা সম্ভব ছিল না। অভিষেকের দাবি, জমিদারির অবসান ঘটাবেন তিনি। তাঁর কথা আত্মসমর্পণ করবে না তৃণমূল। রাতভর তিনি রাজভবনের কাছেই থাকবেন বলে খবর। শুক্রবার থেকে আবার ধরনা।

সূত্রের খবর, এদিন রাতে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্য়ায় ধরনাস্থলের কাছে আসেন। তবে রাতভর রাজভবনের কাছেই অভিষেক থাকবেন বলে খবর।

তবে এবার প্রশ্ন কবে কলকাতায় ফিরবেন রাজ্যপাল?

সূত্রের খবর, শুক্রবার দিল্লিতে রাজ্যপালের কর্মসূচি রয়েছে। সেক্ষেত্রে তিনি এরপর ঠিক কবে ফিরবেন সেটা জানা যায়নি।

এদিকে রাজ্যপাল রাজভবনে নেই এটা জেনেও সেখানে যান তিনি। তবে শিলিগুড়িতে তৃণমূলের প্রতিনিধিদলকে ডেকেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেখানে যায়নি তৃণমূল। তাদের দাবি, যে সময়ে বলা হয়েছিল সেই সময় যাওয়া সম্ভব ছিল না।

তবে অভিষেক যখন রাজভবনের সামনে থেকে এভাবে তোপ দাগছেন তখন শিলিগুড়ি থেকে দিল্লির দিকে উড়ে গেল রাজ্য়পালের বিমান।

অভিষেক অনুগামীদের বলেন, আপনারা চাইলে ফিরে যেতে পারেন। কিন্তু যতক্ষণ না রাজ্যপালের দেখা পাচ্ছি, আমরা ধর্নামঞ্চে থেকে যাব। এখানেই রাত কাটাব।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এতদিন এভাবে মাটি কামড়ে লড়াই করতে দেখা যেত মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। বাংলা তাঁকে এভাবেই দেখতে অভ্যস্ত। সিঙ্গুরে মমতার আন্দোলন নাড়িয়ে দিয়েছিল বাম শাসনের ভিতকেও।

তবে এবার প্রথমে দিল্লি তারপর কলকাতা, সেখানে রাতভর মাটি কামড়ে আন্দোলন এমন নাছোড় জেদ এতদিন দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই ছবি এবার দেখা গেল অভিষেকের আন্দোলনেও।