প্রতিদিন ৫০০ অনাহারীর মুখে খাবার ‍তুলে দিচ্ছে ‘সুপার স্টার গ্রুপ’

সুপার স্টার গ্রুপ তাদের আহার প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৫০০’র বেশি অনাহারী মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে। গ্রুপের প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রান্না করা খাবারের একটা অংশ আশপাশের অনাহারী মানুষের সঙ্গে শেয়ার করার ছোট্ট প্রয়াস আজ ছড়িয়ে পড়েছে ঢাকা ও নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন অংশে।

সুপার স্টার গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় এই প্রজেক্ট প্রতিদিন ৫০০ এর বেশি প্যাকেট খাবারের মাইলফলক ছুঁয়েছে। 

সম্প্রতি গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রজেক্টের এই সাফল্য ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সুপার স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব হারুন অর রশিদ এই  প্রকল্পের পরিসর ভবিষ্যতে আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে তিনি অনাহারী মানুষের মাঝে খাবার বিতরণের কাজে অংশগ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সুপার স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, সিওও জনাব মোহাম্মদ তোফায়েল আহমেদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।