Monsoon 2023: দেবীপক্ষের ঠিক আগেই রাজ্য থেকে বিদায় নেবে মৌসুমী বায়ু, কেমন থাকবে পুজোর আবহাওয়া?

আর মাত্র সপ্তাখানেক। শেষবেলায় চালিয়ে খেলার পর অবশেষে রাজ্য থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। পূর্বাভাস অনুসারে আগামী ১২ অক্টোবর পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে মৌসুমী বায়ু। তার পর ধীরে ধীরে রাজ্যের দখল নেবে পশ্চিমা শুষ্ক বাতাস।

চলতি বছর নির্দিষ্ট দিন থেকে ২ দিন পরে ১০ জুন রাজ্যে প্রবেশ করেছিল বর্ষা। তবে প্রথম থেকেই বাড়ছিল বৃষ্টির ঘাটতি। বিশেষ করে গোটা জুলাই কার্যত অনাবৃষ্টির মুখে পড়েছে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি অনেকটাই ভালো।

হাওয়া অফিসের পরিসংখ্যান বলছে বর্ষার আগমন থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে ২২ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে চলতি সপ্তাহের বর্ষণ যোগ করলে ঘাটতির পরিমান কিছুটা কমবে। কিন্তু তাতেও বিশাল এই ঘাটতি মেটার সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক বলেই জানিয়েছে মৌসম ভবন।

পূর্বাভাস অনুসারে আগামী ১২ অক্টোবর রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে। অর্থাৎ দেবীপক্ষের ঠিক মুখে নির্দিষ্ট দিন থেকে ২ দিন পরে বিদায় নিতে চলেছে বর্ষা। বর্ষা বিদায়ের ফলে পুজোয় রাজ্যে দুর্যোগের আশঙ্কা রইল না। সঙ্গে শুষ্ক আবহাওয়া রাতের দিকে তাপমাত্রার পতনের ফলে উৎসবের দিনগুলোয় আরামদায়ক আবহাওয়া থাকবে বলে অনুমান।