Kamduni Gang Rape:এই রায়ের জন্য দায়ী মমতার পুলিশ, কামদুনি গণধর্ষণের রায় নিয়ে বললেন অগ্নিমিত্রা পাল

কামদুনি গণধর্ষণে দোষীদের ফাঁসির সাজা মকুব হওয়ায় দুষ্কৃতীদের মনোবল বাড়বে। এমনই মন্তব্য করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি দাবি করেন, এই রায়ের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ।

শুক্রবার সংবাদমাধ্যমকে অগ্নিমিত্রা বলেন, ‘পশ্চিমবঙ্গে নারীদের অবস্থা কী সেটা আজকে আবার বোঝা গেল। আজকের এই রায়ের পরে মহিলাদের ওপর নির্যাতন আরও বাড়বে বলে মনে হয়। কামদুনির মতো ঘটনা ঘটিয়ে যদি শাস্তি না হয়, তাহলে দুষ্কৃতীরা আরও পার পেয়ে যাবে। এই রায়ের জন্য সম্পূর্ণভাবে মমতার পুলিশ ও প্রশাসন দায়ী। পুলিশ ও প্রশাসনকে নিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় এটাই করে যাচ্ছেন’।

শুক্রবার কামদুনি গণধর্ষণ ও হত্যার ঘটনায় ৩ মূল অভিযুক্তের মধ্যে ২ জনের ফাঁসির সাজা মকুব করে কলকাতা হাইকোর্ট। ফাঁসির সাজাপ্রাপ্ত আরও ১ অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ দেয় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কমিয়ে ৭ বছর করেছে আদালত। যার ফলে ব্যক্তিগত বন্ডে জামিন পেতে চলেছেন তারা।

২০১৩ সালের ৭ জুন উত্তর ২৪ পরগনার কামদুনি গ্রামে কলেজ থেকে বাড়ি ফেরার সময় তরুণীকে গণধর্ষণের পর নৃশংসভাবে খুন করে দুষ্কৃতীরা।