PAK Vs NED ODI World Cup 2023 1st Innings Highlights Pakistan Sets Target 287 Runs Against Netherlands Hyderabad Stadium

হায়দরাবাদ: আইসিসি বিশ্বকাপ ২০২৩-র (ICC World Cup 2023) দ্বিতীয় ম্যাচে আজ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছে নেদারল্যান্ডস (Netherlands)। প্রথমে ব্যাট করতে নেমে ২৮৬ রানে অল আউট হয়ে গেল পাক দল। পুরো ওভার খেলতেই পারলেন না পাক ব্যাটাররা। রান পেলেন না বাবর আজম (Babar Azam), ফখর জামানরা (Fakhar Zaman)। তবে মহম্মদ রিজওয়ান ও সউদ শাকিল মিলে দলের স্কোর তিনশোর কাছাকাছি পৌঁছে দেন। নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন বাস ডি লিড। 

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। পাকিস্তানের হয়ে ওপেনে নামেন ইমাম উল হক ও ফাখর জামান। দুজনের কেউই ফর্মে ছিলেন না বিশ্বকাপের আগে। টুর্নামেন্টে প্রথম ম্যাচেও রান পেলেন না দুজনের কেউই। মাত্র ৫ রান করে ফিরলেন বাবর আজমও। তবে মহম্মদ রিজওয়ান ও সউদ শকিল মিলে দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। দুজনে মিলে পার্টনারশিপ গড়ে তোলেন। দু জনেই ব্যক্তিগত ৬৮ রানের ইনিংস খেলেন। নিজে মহম্মদ নওয়াজ ৩৯ ও শাদাব খান ৩২ রান করেছেন। শেষ পর্যন্ত ৪৯ ওভারে ২৮৬ রানেই আটকে যায় পাকিস্তানের ইনিংস। 

নেদারল্যান্ডসের বোলাররা এদিন দুর্দান্ত বোলিং করেন। পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে পুরো ওভার খেলতেই দিলেন না তাঁরা। ২টো উইকেট নেন অক্যাকরম্যান। একটি করে উইকেট নেন অর্যান দত্ত, ভ্যান বিক ও ভান মিকেরেন। 

ডেঙ্গি আক্রান্ত শুভমন

বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা টিম ইন্ডিয়ার। ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার শুভমন গিল ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বিশ্বকাপের অভিযান শুরুর ম্যাচে আদৌ তিনি খেলতে নামবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। শুক্রবার একাধিক পরীক্ষার পরই জানা যাবে তারকা ওপেনার খেলতে পারবেন কি না, এনিয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি ডেঙ্গির ধকল কাটিয়ে সম্পূর্ণ ফিটনেস ফিরে পেয়ে কবে ফের মাঠে নামতে পারবেন শুভমান, তা নিয়েও বিশ্বকাপের প্রাক্কালে তৈরি হয়েছে আশঙ্কা।

রবিবার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। এহেন পরিস্থিতিতে এই ম্যাচের আগে তারকা ব্যাটার শুভমন গিল ছাড়াই মাঠে নামতে হতে পারে ভারতীয় দল। জানা গিয়েছে যে, টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটার বৃহস্পতিবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের নেট সেশনেও অংশ নেননি। এরপর ডেঙ্গি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা ও তাঁর চিকিৎসা চলছে। বিসিসিআই-র ঘনিষ্ঠ সূত্রে খবর, টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট শুভমন গিলের শারীরিক অবস্থার উপর টানা নজর রাখছে।