Asian Games 2022 Gold In Hockey In Finals Of Cricket Kabaddi 100 Medals Confirmed Know Indias Position In Medals Tally

হাংঝাউ : এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে ইতিহাস তৈরি করে ফেলেছে ভারত। এশিয়াডে এই প্রথমবার পদকের সেঞ্চুরি হাঁকিয়ে ফেলা পাকা করে ফেলেছেন ভারতীয় অ্যাথলিটরা। এই মুহূর্তে ভারতের ঝুলিতে ২২ টি সোনা, ৩৪ রুপো ও ৩৯ টি ব্রোঞ্জ। মোট ৯৫ টি পদক ইতিমধ্যে পেয়ে গিয়েছে ভারত। যে সংখ্যক পদক নিয়ে এশিয়ান গেমসের পদক তালিকায় (Medals Tally) এই মুহূর্তে চার নম্বরে রয়েছে ভারত।

পাশাপাশি একাধিক ইভেন্টে আরও পদক পাকা। তাই এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথমবার একশোর বেশি পদক নিয়ে ফিরবেন ভারতীয় অ্যাথলিটরা (Indian Athletes)। এখনও পর্যন্ত ২০১৮ এশিয়ান গেমসে জেতা ৭০ টি পদক ছিল ভারতের পক্ষে ছিল সর্বোচ্চ। সেই সংখ্যা আগেই ভেঙে রেকর্ড গড়েছিল ভারতীয় অ্যাথলিটরা। ঐতিহাসিক পদক-শতরানও হাঁকিয়ে ফেলেছে ভারত। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ১৬ টি সোনা, ২৩ টি রুপো ও ৩১ টি ব্রো়ঞ্জ, মোট ৭০ পদক জিতেছিল ভারত।

প্রতিযোগিতার ১৩ নম্বর দিনে ঐতিহাসিক সোনা জিতেছে ভারতীয় পুরুষ হকি দল (Indian Mens Hockey Team)। প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে পদক জয়ই শুধু নিশ্চিত করা নয়, সোনার দৌড়ে প্রবলভাবে দাবিদার হয়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল ও ভারতীয় কবাডি দল। পুরুষদের কবাডি দল পাকিস্তানকে ও মহিলা দল নেপালকে হারিয়েছে সেমিফাইনালে।

তিরন্দাজিতে পুরুষ দল জিতেছে রুপো, তেমনই মহিলা দল দেশকে এনে দিয়েছে ব্রোঞ্জ পদক। ব্যাডমিন্টনেও এসেছে জোড়া পদক। পুরুষদের ডাবলসে সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি ফাইনালে উঠে রুপোর পদক পাকা করে ফেলেছেন। পুরুষদের সিঙ্গলসে হেরে গিয়ে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে এইচএস প্রণয়কে (HS Pronnoy)।

তাসের ব্রিজ বিভাগে রুপো জিতেছে ভারত। ২০১৮ জাকার্তায় ভারতীয় দল যে ইভেন্টে পেয়েছিল ব্রোঞ্জ। পুরুষ ও মহিলাদের দলগত দাবা বিভাগেও এক রাউন্ড বাকি থাকা অবস্থায় এই মুহূর্তে রুপো জেতার মতো জায়গায় রয়েছে ভারতীয় দল। প্রসঙ্গত, শুটিংয়ে ২২ টি ও অ্যাথলেটিক্সে ২৯ পদক পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা।             

আরও পড়ুন- ৬৮ গোলের বন্যায় এশিয়া সেরা, ৫ লক্ষ করে পাচ্ছেন সোনাজয়ী ভারতীয় হকি দলের সদস্যরা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial