এবার অ্যাপ চালু করছে রেল পুলিশ, নবান্নের সঙ্গে চলছে কথাবার্তা, কারণ কী?‌

হাতে আর ১২ দিন বাকি। তারপরই রাজ্যজুড়ে দুর্গাপুজো পালিত হবে। এখন থেকেই রাস্তায় ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। কেনাকাটার ভিড়েই যদি বাস–ট্রাম–অটো চলতে গিয়ে থমকে যায় তাহলে দুর্গাপুজোর দিনগুলিতে কেমন পরিস্থিতি হবে!‌ বহু দর্শনার্থী জেলা থেকে শহরে দুর্গাপুজোর আমেজ নিতে আসেন। আর চলন্ত ট্রেনে অপরাধের শিকার হন। এই ঘটনাগুলির মোকাবিলায় এবার অ্যাপ চালু করতে চেয়ে রেল পুলিশ প্রস্তাব দিল নবান্নে। তবে সবুজ–সংকেত এখনও মেলেনি। রেল পুলিশ সূত্রে খবর, এই বিষয়টি নিয়ে নবান্নের শীর্ষস্তরে তদ্বির শুরু করা হয়েছে। এই অ্যাপ চালু হলে যাত্রীদের অনেক সুবিধা হবে।

বিষয়টি ঠিক কী ঘটছে?‌ চলন্ত ট্রেনে প্রায়ই যাত্রীদের চোর–ডাকাতের কবলে পড়তে হয়। তার জেরে খোয়া যায় সর্বস্ব। এই ধরনের অপরাধের ঘটনা ঘটলে যাত্রীরা ট্রমায় চলে যান। ভীত–সন্ত্রস্ত হয়ে পড়েন। কি করবেন বুঝতে পারেন না আনেকে। তার ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। আবার রেল পুলিশকে অনেক সময় দেখতে পাওয়া যায় না বলে অভিযোগ। সংশ্লিষ্ট জিআরপি থানা এমন অপরাধ ঘটেনি বলে দায় এড়ানোর চেষ্টা করে। এই বিস্তর সমস্যা–অভিযোগ সমাধান করতে রেল পুলিশের কর্তারা একটি অ্যাপ তৈরির সিদ্ধান্ত নেন। যাতে অ্যাপে অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এমনকী দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়।

কেমন হচ্ছে সেই অ্যাপটি?‌ রেল পুলিশ সূত্রে খবর, এই অ্যাপটিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অ্যাপে অভিযোগ জানানোর জন্য একটি ফরম্যাট থাকছে। সেখানে লিখতে হবে অভিযোগকারীর নাম, ঠিকানা, ফোন নম্বর, ট্রেন নম্বর, পিএনআর নম্বর, কেমন অপরাধ এবং কোথায় হয়েছে, অপরাধে যুক্ত কতজন–সহ ন্যূনতম বিষয়। অ্যাপটি নিয়ন্ত্রণ করতে পৃথক মনিটারিং রুম রাখা হচ্ছে। অ্যাপে বার্তা এলেই সঙ্গে সঙ্গে নজরদারি করবেন দায়িত্বে থাকা অফিসাররা। তৎক্ষণাৎ তাঁরা সংশ্লিষ্ট রেল যাত্রীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করবেন এবং নির্দিষ্ট কোন জিআরপি থানায় অভিযোগ জানাতে সাহায্য করবেন কর্তব্যরত অফিসার।

আরও পড়ুন:‌ ফিরহাদ–মদনের বাড়িতে হানা দিল সিবিআই, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চেতলা-ভবানীপুর

আর কী জানা যাচ্ছে?‌ কন্ট্রোলরুম থেকে অফিসাররা জিআরপিকে জানিয়ে দেবেন। চলন্ত ট্রেনে অপরাধের ঘটনা জানিয়ে সকলকে সতর্ক করা হবে। দ্রুত রেল পুলিশ অভিযোগকারীকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারবেন। এই অ্যাপটি নিয়ে একটি মহড়াও হয়েছে। এবার রেল পুলিশের পক্ষ থেকে নবান্নে প্রস্তাব পাঠানো হয়েছে। অ্যাপটি চালু করতে অনুমতি চাওয়া হয়। পরিকাঠামো তৈরি করতে প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করার জন্য আবেদন করে রেল পুলিশ। যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে এই অ্যাপটি দ্রুত চালু করার চেষ্টা করা হচ্ছে।