Will IND Vs AUS ODI World Cup Game At MA Chidambaram Stadium, Chennai Get Hampered By Rain, Know Details

চেন্নাই: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) আগে ভারতীয় দলের (Team India)I দুই প্রস্তুতি ম্যাচে এক বলও গড়ায়নি। গুয়াহাটিতে ইংল্যান্ড এবং তিরুঅন্ততপুরমে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সম্পূর্ণভাবে বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? কেমন আবহাওয়া থাকবে এই ম্যাচের সময়কালে?

বিশ্বকাপ শুরুর আগে আয়োজিত সাতটি প্রস্তুতি ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছিল। ভারতের দুই ম্যাচ বাদে আরও দুই ম্যাচ সম্পূর্ণরূপে বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। এক বলও খেলা সম্ভব হয়নি। যদিও এখনও পর্যন্ত মূল টুর্নামেন্টের চারটি ম্যাচে বৃষ্টির প্রভাব দেখা যায়নি। তবে চেন্নাইয়ে কিন্তু তেমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে। চেন্নাইয়ে গোটা সপ্তাহজুড়েই অল্পস্বল্প বৃষ্টি হয়েছে। এমনকী ম্যাচের আগেরদিন শনিবারও কয়েক পশলা বৃষ্টি হয়েছে। তাই ক্রিকেটপ্রেমীদের আবহাওয়া নিয়ে উদ্বেগ হওয়াটাই স্বাভাবিক।

এই ম্যাচের জন্য কিন্তু কোনও রিজার্ভ ডে নেই। অর্থাৎ বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে দুই দলকেই এক পয়েন্ট করে দেওয়া হবে। তবে আবহাওয়ার পূর্বাভাস কিন্তু সমর্থকদের মুখে হাসি ফোটাবে। চেন্নাইয়ে আজ বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। সকালবেলা ১০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিন গড়ালে সেই সম্ভাবনা কার্যত শূন্য। তাই দুই শক্তিধর দেশের মধ্যে গোটা ১০০ ওভারের একটি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। 

আসন্ন বিশ্বকাপ কিন্তু ভারতের জন্য অগ্নিপরীক্ষা, এই প্রথম দেশের মাটিতে কোনও বিশ্বকাপে ফেভারিট হিসাবে নামছে ভারতীয় দল। ২০১১ সালে শেষ যেবার ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত, সেবারও ট্রফি জয়ের ব্যাপারে ফেভারিত ছিল না টিম ইন্ডিয়া। সেদিক থেকে রোহিত শর্মাদের লড়াই করতে হবে প্রত্যাশার পাহাড়প্রমাণ চাপের বিরুদ্ধেও।

অস্ট্রেলিয়ার ক্রিকেটে সেই ঝাঁঝ এখন আর নেই। ১৯৯৯, ২০০৩ বা ২০০৭ সালের সেই দোর্দণ্ডপ্রতাপ অজ়ি দল এখন অতীত। তার ওপর পূর্ণশক্তির অস্ট্রেলিয়া দলও নেই। স্পিন আক্রমণ সাদামাটা। তবু অস্ট্রেলিয়া সেমিফাইনালে না উঠলে তা বিস্ময়কর হবে। টুর্নামেন্টে এত কঠিন প্রতিপক্ষ ভারতীয় দল খুব একটা পাবে না। অস্ট্রেলিয়াকে হাল্কাভাবে নেওয়ার ভুল করতে চাইবে না ভারতীয় দলও।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে একাধিক তারকার ফিটনেস নিয়ে উদ্বেগ, আপডেট দিলেন অজ়ি অধিনায়ক কামিন্স