Bangla Jokes collection: রবিবার ছুটির দিন কাটুক হাসিমজায়! পড়ে নিন, দিনের সেরা ৫ জোকস আর হাসুন প্রাণভরে

১। ফাঁকা রাস্তা পেয়ে বেশ জোরে গাড়ি চালাচ্ছিল বল্টু। গতিসীমার চেয়ে  অনেক বেশি ছল গাড়ির গতি। এত দ্রুত গতিতে গাড়ি চালানোর অপরাধে বল্টুকে আটক করল ট্রাফিক পুলিশ।

বল্টু: অনেকেই আমার মতো দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাহলে আপনি আমাকেই কেন আটক করলেন?

পুলিশ: আপনি কি কখনও মাছ ধরতে গিয়েছেন?

বল্টু: হ্যাঁ! কিন্তু কেন?

পুলিশ: কখনও কাউকে একসঙ্গে সব মাছ ধরতে দেখেছেন?

(আরও পড়ুন: আজ একটা আস্ত ছুটির দিন! সকাল থেকেই মেজাজ থাক ফূর্তিতে, পড়ুন দিনের সেরা ৫ জোকস)

২। প্রেমিকার বাড়িতে বসে নতুন কেনা থ্রিডি টিভিতে ফুটবল ম্যাচ দেখছিল ফুটবল-ভক্ত বাবান। হঠাৎ টের পেল, তার হবু শ্বশুর বাড়িতে এসে হাজির। তাও আসছে একেবারে ড্রইংরুমের দিকেই। জান বাঁচাতে আর কোথাও পালানোর জায়গা না পেয়ে বাবান শেষে টিভির পিছনেই ঠাঁই করে নিল। 

এদিকে প্রেমিকার বাবাও এসে বসলেন টিভির সামনে খেলা দেখতে, নড়াচড়ার নাম নেই। বাবান দেখল, এখানে বসে থাকলে ম্যাচটা আর দেখা হবে না। তাই আর সহ্য করতে না পেরে সে টিভির পিছন দিক থেকে বের হয়েই এল। 

তাকে দেখে হবু শ্বশুর তো ভীষণ অবাক। বলল, ‘আরে! একে কখন লাল কার্ড দিল রেফারি? দেখলাম না তো!’

(আরও পড়ুন: একে ছুটির দিন, তার উপর বৃষ্টি! গরম খিচুড়ির সঙ্গে আজ উপভোগ করুন সেরা ৫ জোকস)

৩। এক ধর্মযাজক বারে ঢুকেই প্রথম যাকে সামনে পেল তাকে বলল, ‘তুমি কি স্বর্গে যেতে চাও’?

‘হ্যাঁ, ফাদার চাই’ ! জবাব এল। 

‘তবে এক্ষুনি এই অভিশপ্ত স্থান থেকে চলে যাও’, ফাদার আদেশ দিলেন। লোকটি ছুটে বাইরে চলে গেল।

পরের জনকেও বললেন, ‘তুমি কি স্বর্গে যেতে চাও?’

‘হ্যাঁ, ফাদার চাই।’ এবারও জবাব একই এল।

‘তবে এক্ষুণি এই পাপের আস্তানা থেকে বেরিয়ে যাও।’ ফাদার বজ্রকন্ঠে নির্দেশ দিলেন। এই লোকটিও ছুটে বাইরে চলে গেল।

এবার তিনি ফিরলেন আর একজনের দিকে। সে পাঁড় মাতাল। ‘তুমি কি স্বর্গে যেতে চাও?’

‘না’ ফাদার!’, সে বলল।

ফাদার অবাক হলেও হাল না ছেড়ে বললেন, ‘তবে কি মৃত্যুর পর তুমি নরকের আগুনে পুড়তে চাও অনন্তকাল ধরে? 

এবার যেন মাতালের হুঁশ হল। ‘ওহ মরার পর বলছেন? আমি ভেবেছি আপনি বোধহয় এখনই একদল নিয়ে রওনা হচ্ছেন!’

(আরও পড়ুন: বৃষ্টিতে আকাশের মুখ ভার, তবুও বিন্দাস থাক আপনার মেজাজ! রইল দিনের সেরা ৫ জোকস)

৪। পর্যটক: আচ্ছা, এই পাহাড় থেকে লোকজন প্রায়ই পড়ে যায় না তো?

গাইড: না, একবার পড়লেই হয়।

(আরও পড়ুন: সকাল থেকে রোদ উঠেছে, মনও থাকুক ফুরফুরে! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৫। চেকার টিকিট চাইলেন যাত্রীর কাছে।

যাত্রী: টিকিট ছিল, কিন্তু আমার খোকা পথে সেটাকে চিবিয়ে খেয়ে ফেলেছে।

চেকার: এখনও অনেক পথ বাকি। আবার খিদে পাবে। আর একটা টিকিট কাটুন।