Israel Defense Force: ‘ওদের ছাড়ব না’, হামাসের গোয়েন্দা প্রধানের ডেরায় পালটা হামলা চালাল ইজরায়েল

২০ মিনিটে ৫ হাজার রকেট হানা। ইজরায়েলকে নিশানা করে হামলা চালিয়েছিল হামাস গোষ্ঠী। এবার পালটা দিল ইজরায়েল। ইজারেয়েলের ফাইটার জেট জঙ্গি গোষ্ঠী হামাসের গোয়েন্দা বিভাগের প্রধানের ডেরায় হামলা চালায়। ইজরায়েল প্রতিরক্ষা ফোর্সের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।

এক্স হ্যান্ডেলে আইডিএফ জানিয়েছে, জঙ্গি গোষ্ঠীর হামাসের গোয়েন্দা বিভাগের প্রধানের বাড়িতেই ফাইটার জেট হামলা চালিয়েছে। গাজাতেও ধারাবাহিক হামলা চালানো হয়েছে।

এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন, এটা কোনও অপারেশন নয়। এটা যুদ্ধ। এবার তিনি জানিয়েছেন, তিনি এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, হামাস ছুটির দিনে আমাদের শিশু, বয়স্কদের উপর হামলা চালিয়েছে। তাদের খুন করেছে। এটা নিষ্ঠুরতম যুদ্ধ। আমরা এই যুদ্ধে জিতব। কিন্তু বড় মাসুল দিতে হবে। এটা আমাদের সবার কাছে কঠিন সময়।

এদিকে হামাসের রকেট হানায় অন্তত ১৮৬৪জন জখম হয়েছেন বলে খবর। টাইমস অফ ইজরায়েলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রচুর ইজরায়েলিকে যুদ্ধবন্দি হিসাবে নিয়ে যাওয়া হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, হামাস আমাদের সকলকে খুন করতে চাইছে। ওরা আমাদের শিশুদের মায়েদের হত্যা করতে চাইছে। ওরা আমাদের শিশু, বয়স্ক ও নারীদের অপহরণ করছে। আমাদের নাগরিকদের খুন করছে ওরা।

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ইজরায়েলে যে ঘটনা হয়েছে তা অতীতে কোনওদিন দেখা যাবে না। গোটা দেশের নাগরিক আমাদের পাশে রয়েছেন। হামাসদের শেষ করতে গোটা আইডিএফ নেমে পড়েছে। যে কালো দিন ওরা ইজরায়েলে নামিয়ে এনেছে তার শোধ আমরা তুলবই।
আইডিএফ জানিয়েছে যখন নাগরিকদের ডিনার টেবিলে থাকার কথা তখন তারা রকেট হামলা থেকে রক্ষা পেতে সেল্টার নিচ্ছেন নিরাপদ জায়গায়। সূত্রের খবর, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয় রকেট হামলা। গাজা থেকে একের পর এক রকেট উড়ে আসতে থাকে। তেল আভিভ, রেহভত, গেদেরা, আশকেলনের মতো জায়গায় উড়ে আসে রকেট। এখানেই থেমে থাকেনি তারা। হামাস জঙ্গিরা দলে দলে ঢুকে পড়ে ইজরায়েলে।

তবে এরপরই পালটা প্রতিরোধ গড়ে তোলে ইজরায়েল।