ODI World Cup 2023: Jasprit Bumrah Looking To Enjoy Match Vs Australia

চেন্নাই: চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) বিশ্বকাপে (ODI World Cup 2023) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)। দুই শক্তিধর দেশের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় ক্রিকেটপ্রেমীরা। তবে শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধেও ম্যাচ উপভোগ করাটাই যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) আসল লক্ষ্য।   

২০১১ সালে উপমহাদেশে আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। ১২ বছর পর ফের একবার ঘরের মাঠে বিশ্বজয়ের লক্ষ্যে মাঠে নামছে ভারত। যে কোনও টুর্নামেন্টেই শুরুটা ভাল করা খুবই গুরুত্বপূর্ণ। তাই অজ়িদের বিরুদ্ধে ভারতের ম্যাচটা ভীষণই গুরুত্বপূর্ণ। ম্যাচে টানটান উত্তেজনা ও দারুণ ক্রিকেটের আশায় রয়েছেন সকলেই। ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে বুমরাও কিন্তু ভীষণই খুশি। ম্যাচ শুরুর আগে তিনি বলেন, ‘এই টুর্নামেন্ট খেলার জন্য মুখিয়ে রয়েছি। ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ তো সবার হয়না, সেক্ষেত্রে আমরা খুবই ভাগ্যবান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে।’

অজ়িদের হারাতে হলে বুমরার বোলিং ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্বাভাবিকভাবেই তার উপর চাপও থাকবে। তবে বুমরা কিন্তু চাপ নিতে নারাজ। তারকা বোলার বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা প্রচুর ক্রিকেট খেলেছি, তাই বেশি চাপ নিচ্ছি না। প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি ঠিকই, তবে আমরা অনুশীলন তো করেছি এবং বেশ চনমনেও রয়েছি। এই মুহূর্তটা উপভোগ করা খুবই জরুরি। সেটাই করার চেষ্টা করব। কারণ বড় মঞ্চে অনেক সময় বেশি চিন্তাভাবনা করে বাড়তি চাপ নিয়ে অনেকে। তা যাতে না হয়, সেটাই খেয়াল রাখব।’

আসন্ন বিশ্বকাপ কিন্তু ভারতের জন্য অগ্নিপরীক্ষা, এই প্রথম দেশের মাটিতে কোনও বিশ্বকাপে ফেভারিট হিসাবে নামছে ভারতীয় দল। ২০১১ সালে শেষ যেবার ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত, সেবারও ট্রফি জয়ের ব্যাপারে ফেভারিত ছিল না টিম ইন্ডিয়া। সেদিক থেকে রোহিত শর্মাদের লড়াই করতে হবে প্রত্যাশার পাহাড়প্রমাণ চাপের বিরুদ্ধেও।

অস্ট্রেলিয়ার ক্রিকেটে সেই ঝাঁঝ এখন আর নেই। ১৯৯৯, ২০০৩ বা ২০০৭ সালের সেই দোর্দণ্ডপ্রতাপ অজ়ি দল এখন অতীত। তার ওপর পূর্ণশক্তির অস্ট্রেলিয়া দলও নেই। স্পিন আক্রমণ সাদামাটা। তবু অস্ট্রেলিয়া সেমিফাইনালে না উঠলে তা বিস্ময়কর হবে। টুর্নামেন্টে এত কঠিন প্রতিপক্ষ ভারতীয় দল খুব একটা পাবে না। অস্ট্রেলিয়াকে হাল্কাভাবে নেওয়ার ভুল করতে চাইবে না ভারতীয় দলও।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার সুযোগ, ভারত-পাক ম্যাচের ১৪ হাজার টিকিটের বিক্রি আজ