Kanchrapara: চাবি নিখোঁজ, কাঁচরাপাড়ার প্রাক্তন পুরপ্রধানের আলমারি ভাঙল সিবিআই

পুর নিয়োগ দুর্নীতির তল খুঁজতে মরিয়া সিবিআই। আর সেজন্য সূত্র জোগাড় করতে রবিবার সকাল থেকে রাজ্যের ১২টি ঠিকানায় তল্লাশি শুরু করেছে তারা। তল্লাশি চলছে কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুদামা রায়ের বাড়িতেও। সূত্রের খবর, সেখানে নথি হাতে পেতে একটি আলমারির তালা ভেঙে ফেলেছেন সিবিআইয়ের গোয়েন্দারা।

রবিবার সকালে কাঁচরাপাড়ার ডাঙাপাড়া সুদামা রায়ের বাড়িতে পৌঁছয় ৪ সদস্যের সিবিআইয়ের দল। পৌঁছেই প্রাক্তন পুরপ্রধানের কাছে বিভিন্ন নথি চান তাঁরা। সূত্রের খবর, সুদামাবাবু দাবি করেন, সব নথি তাঁর বাড়ির একটি আলমারিতে রয়েছে। কিন্তু আলমারির চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ কিছুক্ষণ গোটা বাড়িতে চলে চাবির খোঁজ। কিন্তু শেষ পর্যন্ত চাবি না মেলায় আলমারির তালা ভাঙার সিদ্ধান্ত নেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে ভাঙা হয় আলমারির তালা। এর পর সেখানে থাকা নথি খতিয়ে দেখতে শুরু করেন তাঁরা।

সিবিআইয়ের দাবি, ২০১৪ – ২০১৮ সাল পর্যন্ত কাঁচরাপাড়া পুরসভায় নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতিকে সুদামা রায়ের কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পুরপ্রধানের অংশগ্রহণ ছাড়া নিয়োগ দুর্নীতি সম্ভব নয় বলে দাবি গোয়েন্দাদের।