জিতেই সন্তোষ অভিযান শুরু বাংলার, তবে কোচ রঞ্জন রেগে অগ্নিশর্মা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জয় দিয়েই সন্তোষ ট্রফির (Santosh Trophy 2023-2024) অভিযান শুরু করল বাংলা। সোম সকালে পঞ্জাবের পিটি মেহঙ্গা সিং স্টেডিয়ামে (P.T. Mehnga Singh Stadium) বাংলা ২-০ গোলে হারিয়েছে পড়ছি রাজ্য ওড়িশাকে (Odisha vs West Bengal, Santosh Trophy 2023-2024)। ১৪ মিনিটে বিজয় মুর্মুর গোলে এগিয়ে গিয়েছিল বাংলা। দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে গোল করে স্কোরলাইন ২-০ করেন জিতেন মুর্মু। 

আরও পড়ুন: Indian Hockey Team | Asian Games 2023: হকিতে ভারতের ‘সোনালি’ দিন, এশিয়া সেরা হতেই চলে এল অলিম্পিক্স টিকিট

দল জয় পেলেও খুশি নন এবার বাংলার প্রশিক্ষক রঞ্জন চৌধুরী। রঞ্জন খুশি নন দলের খেলায়। যদিও তিনি ফুটবলারদের একদমই দায়ী করছেন না। তাঁর মতে ফুটবলাররা ক্লান্তির জন্যই এদিন প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি।মাঠের মানও অত্যন্ত খারাপ বলে অভিযোগ রঞ্জনের। একই সঙ্গে অত্যন্ত নিম্নমানের রেফারিং নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন বাংলার কোচ। এদিনের গোলদাতা বিজয় মুর্মুকে লাল কার্ড দেখানো হয়েছে। তবে প্রথম জয় গুরুত্বপূর্ণ বলেই মত রঞ্জনের। আগামী ১১ অক্টোবর বাংলা দ্বিতীয় ম্যাচ খেলবে দিল্লির বিরুদ্ধে।

ফের একবার বাংলার সন্তোষ দলের কোচ হয়েছেন রঞ্জন। অতীতে ২০১৮ সালেও সন্তোষে বাংলার কোচ ছিলেন ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রাক্তন সহকারী। চলতি মরসুমে ভবানীপুরের কোচ ছিলেন প্রাক্তন ফুটবলার রঞ্জন। অতীতে আইএফএ সন্তোষের জন্য কোচ বেছে নিত। কিন্তু সেই নিয়মের বদল ঘটেছে। যিনি দলকে কোচিং করাতে চাইবেন, তাঁকে আবেদন করতে হবে। সেই নিয়মেই রঞ্জন আবেদন করে কোচ নির্বাচিত হয়েছেন।সন্তোষ বা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল ১৯৪১ সালে। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল বাংলা। এই রাজ্যে ৩২বার এই ট্রফি ঢুকেছে। গতবার সন্তোষ চ্যাম্পিয়ন হয়েছিল কর্ণাটক। তারা ৩-২ গোলে ফাইনালে হারিয়েছিল মেঘালয়কে।

আরও পড়ুন: Indian Football Team: স্টিমাচই কি সুনীলদের হেডস্যার? চূড়ান্ত সিদ্ধান্ত ফেডারেশনের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)