Israel and Hamas War Video: প্যারাগ্লাইডারে করে ইজরায়েলে এসে মিউজিক ফেস্টিভালে হামলা হামাসের, মৃত ২৫০-র বেশি

গাজা থেকে প্যারাগ্লাইডিং করে ইজরায়েলে নামছে হামাসের জঙ্গিরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এমনই একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। একাধিক রিপোর্ট অনুযায়ী, ইজরায়েলের একদল মানুষ পার্টি করছিলেন। সেইসময় মোটরচালিত প্ল্যারাগ্লাইডারে করে হামাস জঙ্গিদের নেমে আসতে দেখা যায়। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ওই প্যারাগ্লাইডারে একটি আসন ছিল বলে মনে হচ্ছিল। ছিল মোটরও। একটি প্যারাশ্যুটও ছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখিয়ে দাবি করা হয়েছে যে প্যারাগ্লাইডারে বসে আছে দুই হামাস জঙ্গি। তারা বন্দুক তাক করে আছে।

একাধিক রিপোর্ট অনুযায়ী, গাজা ভূখণ্ড থেকে ইজরায়েলে ‘অল-আউট’ হামলা চালায় হামাস জঙ্গিরা। বিভিন্ন সীমান্ত পেরিয়ে ইজরায়েলে ঢুকে পড়ে। প্রচুর মানুষকে অপহরণ করা হয়। বাড়ি-বাড়ি গিয়েও হামলা চালানো হয় বলে দাবি করেছে ইজরায়েল। তারইমধ্যে প্ল্যারাগ্লাইডিং করে হামাস জঙ্গিদের ইজরায়েলে নেমে আসার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) হয়ে গিয়েছে।

একাধিক রিপোর্ট অনুযায়ী, প্যারাগ্লাইডিং করে এসে ইজরায়েলের একটি মিউজিক ফেস্টিভালে হামলা চালানো হয়। যে হামলায় প্রায় ২৬০ জনের মৃত্যু হয়েছে। অনেক মানুষকে অপহরণ করা হয়েছেও বলে অভিযোগ উঠেছে। গাজার কাছে ইজরায়েলের একটি শহরে সেই ফেস্টিভাল চলছিল। সেখানে হামলা চালানো হয়। বন্দুক হাতে গুলি চালাতে শুরু করে হামাস জঙ্গিরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভিডিয়োয় দেখা গিয়েছে যে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে ওই মিউজি ফেস্টিভালের দিকে।

সেই রেশ ধরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ আইবিসি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সিইও মারিও নাওফাল একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ওই ভিডিয়ো দেখিয়ে তিনি দাবি করেছেন যে শনিবারের হামলার পর একটি ট্রেনিংয়ের ভিডিয়ো পোস্ট করেছে হামাস। নিজেদের প্রচারের জন্য সেই ভিডিয়ো পোস্ট করেছে। তাতে দেখা গিয়েছে যে প্যারাগ্লাইডিংয়ের কৌশলও ব্যবহার করা হচ্ছে। রীতিমতো প্রস্তুতি নিয়ে প্যারাগ্লাইডিং করে ইজরায়েলে এসেছিল হামাসরা। অর্থাৎ হামাস কতটা প্রস্তুত ছিল, তা ওই ভিডিয়ো থেকেই বোঝা যাচ্ছে বলে দাবি করেছেন আইবিসি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সিইও।

আরও পড়ুন: Israel and Hamas War Latest Death Toll: হামাস-ইজরায়েল যুদ্ধে বলি সাধারণ, শনির যুদ্ধ রবি পর্যন্ত প্রাণ কেড়ে নিল ১০০০ জনের

উল্লেখ্য, গত শনিবার সকালে ইজরায়েলে হামলা চালায় হামাস জঙ্গিরা। প্রাথমিকভাবে গাজা ভূখণ্ড থেকে ঝাঁকে-ঝাঁকে রকেট ছোড়া হয়। হামাসের দাবি, ৫,০০০ রকেট ছোড়া হয়েছিল। যদিও ইজরায়েলের দাবি, ২,৫০০ রকেট ছোড়া হয়। রকেট হানার পর তিনদিক থেকে হামলা চালানো হয় ইজরায়েলে। একাধিক রিপোর্ট অনুযায়ী, ইজরায়েলের তরফে দাবি করা হয়েছে যে প্রচুর মানুষকে অপহরণ করা হয়েছে। বাড়ি-বাড়ি গিয়ে হত্যালীলা চালিয়েছে হামাসরা। পালটা জবাব দিয়েছে ইজরায়েলও। সার্বিকভাবে ১,০০০ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: Israel-Palestine conflict explained: ইহুদি বনাম আরবীয়, কীভাবে ইজরায়েল-প্যালেস্তাইন ঝামেলা শুরু? রকেট ছোড়া হামাস কারা?