Esplanade Bus Terminus : ধর্মতলার বিকল্প কি তারাতলা? বাস টার্মিনাসের নতুন জায়গা জানাল রাজ্য

এসপ্ল্যানেড থেকে বাস টার্মিনাস সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিকল্প হিসাবে তারতলা রোডে একটি জায়গায় সরানোর প্রস্তাব দিল রাজ্য সরকার। এছাড়া হাইকোর্ট চত্ত্বর থেকে আইনজীবীদের গাড়ি পার্কিং সরিয়ে নেওয়া নির্দেশ দিয়েছিল আদালত। বিকল্প হিসাবে মিলেনিয়াম পার্কে গাড়ি পার্কিং-এর ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্য সরকার সেই প্রস্তাবে রাজি হয়েছে। জানা গিয়েছে, দুটি জায়গায় সব পক্ষ নিয়ে গিয়ে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এর আগে বিকল্প হিসাবে হাওয়া বাস টার্মিনাস সরানোর প্রস্তাব এসেছিল। কিন্তু ধর্মতলার জায়গায় হাওড়ায় সরিয়ে নিয়ে গেলে যাত্রী এবং বাস মালিক উভয়েরই অসুবিধা হবে। সে ক্ষেত্রে তারাতলা কলকাতার মধ্যে হওয়ায়, সেখানেই টার্মিনাস করার আগ্রহ দেখিয়েছে সরকার।

এসপ্ল্যানেড বাস টার্মিনাসের জন্য আশপাশের এলাকায় দূষণ ছড়াচ্ছে। এই দূষণের ফলে ক্ষতি হচ্ছে ভিক্টোরিয়া মেমরিয়াল এবং ধর্মতলায় থাকা অন্যান্য সৌধের। সে কারণ এসপ্ল্যানেড থেকে বাস টার্মিনাস সরানোর জন্য ২০০৭ সালে কলকাতা হাইকোর্টে মামলা করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। আদালত ছমাসের মধ্যে ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সুপ্রিম কোর্ট হাইকোর্টেরই আদেশ বহাল রাখে।

(পড়তে পারেন। সাবধান! মোবাইল চুরি গেলে খোয়াতে পারেন টাকাও, কেষ্টপুরের বাসিন্দার সঙ্গে যা হল)

অন্য দিকে, হাইকোর্ট চত্বরে গাড়ি রাখার জন্য যানজট হয়। এ নিয়ে আদালতে মামলা করেন সুভাষ দত্ত। তিনি বিকল্প হিসাবে মিলেনিয়াম পার্কের কথা বলেন। রাজ্য যদি রাজি থাকে তবে মিলেনিয়াম পার্কে আইনজীবীদের গাড়ি রাখার ব্যবস্থা করা যেতে পারে। আদালত জানায় আইনজীবীদের তিনটি সংগঠন মিলেনিয়াম পার্কে গাড়ি রাখার বিষয়ে এক রকম রাজি হয়েছে। রাজ্য এ নিয়ে তাদের সম্মতির কথা আদালতের কাছে জানিয়েছে।

দুটি জায়গা সব পক্ষকে নিয়ে পরিদর্শন করার হবে। তার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।