Railway Electrification: আর কয়েক মাসের অপেক্ষা, সমস্ত রেলপথেই এবার বৈদ্যুতিকরণ, বড় আশ্বাস মোদীর

রেল পরিষেবার উন্নতিতে একেবারে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় সরকার। এবার সমস্ত রেলপথে বৈদ্যুতিকরণের ক্ষেত্রে আশার কথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্য়েই সমস্ত রেলপথে যাতে বৈদ্য়ুতিকরণ করা যায় তার উপর জোর দেওয়া হচ্ছে।

তেলেঙ্গানার নিজামাবাদে প্রায় ৮০০০ কোটি টাকার রেলের উন্নয়ন প্রকল্পের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি একাধিক রেল প্রকল্পের শিলান্যাসও করেছেন।

তিনি জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে যাতে দেশের সমস্ত লাইনে বৈদ্যুতিকরণ করা হয় সেটা দেখা হবে।

সেই সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনটিপিসির তেলেঙ্গানা সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের সূচনা করেন। একদিকে রেল ও অন্যদিকে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতির উপর জোর দিলেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, পেড্ডাপল্লী জেলায় এনটিপিসির সুপার থার্মাল পাওয়ার প্লান্টের প্রথম ইউনিট দেশের জন্য উৎসর্গ করা হয়েছে। এটার ক্যাপাসিটি ৪০০০ মেগাওয়াট।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, এটা এনটিপিসির অত্যন্ত আধুনিক প্ল্যান্ট। তেলেঙ্গানা দ্রুত এই প্লান্টের সুবিধা পাবে। এই পাওয়ার প্লান্টের মাধ্য়মে রাজ্য বেশ কম দামে বিদ্যুৎ পাবে। এতে তেলেঙ্গানা অর্থনৈতিক উন্নতি হবে।

মূলত বিদ্যুতের দাম কম থাকলে তাতে আখেরে লাভ হয় শিল্পক্ষেত্রের। সাধারণ গ্রাহকদেরও যথেষ্ট স্বস্তি মেলে।

এদিকে একাধিক রেলপ্রকল্পের শিলান্যাস করেন মোদী। রেল ব্যবস্থার সার্বিক উন্নতিতে কার্যকরী হবে এই রেল প্রকল্প। এদিকে রেল প্রকল্পের উন্নতি হলে সামগ্রিকভাবে দেশ তথা সংশ্লিষ্ট রাজ্যের উন্নতির নতুন দিশা তৈরি হয়। সেই সঙ্গেই বৈদ্যুতিকরণ নিয়ে আশার কথা শুনিয়েছেন মোদী। এদিকে বাংলার মূলত উত্তরবঙ্গের কিছু এলাকায় এখনও রেলপথে বৈদ্যুতিকরণ হয়নি। তবে কাজ চলছে একাধিক এলাকায়। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর কথায় আশায় বুক বাঁধছে বাংলাও।

দেশের প্রত্যন্ত এলাকাতেও রেল প্রকল্পে বৈদ্যুতিকরণের অভাব রয়েছে। নানা কারণে সেই কাজ করে ওঠা যায়নি। তবে এবার প্রধানমন্ত্রী আশ্বাস দিলেন, আগামী কয়েক মাসের মধ্য়েই সমস্ত রেলপথে যাতে বৈদ্য়ুতিকরণ করা যায় তার উপর জোর দেওয়া হচ্ছে।