‘সিদ্ধান্ত ভুল ছিল না’, কাট -অফ মার্কস নিয়ে ওবিসি প্রার্থীদের আবেদন খারিজ করল SC

প্রাথমিকে নিয়োগ পরীক্ষা কাট-অফ মার্কস সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল ওবিসি প্রার্থীরা। আদালতের রায় গেল রাজ্য সরকারের পক্ষে। এই মামলায় বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ রায় ওবিসি প্রার্থীদের আবেদন খারিজ করেছে।

২০০৯ সালে পুরুলিয়া জেলায় প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য পৃথক কাট-অফ মার্কস ঠিক করে বোর্ড। মাধ্যমিকে পাশ করলেই চাকরিতে আবেদনের সুযোগ মিললেও সাধারণের জন্য কাট-অফ মার্কস ৬০ শতাংশ, ওবিসিদের ক্ষেত্রে তা ছিল ৬৮ শতাংশ। যেহেতু ওই জেলায় সাধারণে থেকে ওবিসি-র সংখ্যা বেশি ছিল বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

(পড়তে পারেন। নিয়োগের দাবিতে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের SSC ভবন অভিযানে হামলা পুলিশের)

কিন্তু ৬০ থেকে ৬৮ শতাংশ নম্বর পেয়েও বেশ কয়েকজন ওবিসি আবেদনকারী চাকরির নিয়োগ ডাক পাননি। তাঁরা আদালতের দ্বারস্থ হন। শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জানতে চায় বোর্ড কেন এমন সিদ্ধান্ত নিল। উত্তরে রাজ্যের আইনজীবী বলেন, যেহেতু পুরুলিয়া সাধারণে থেকে ওবিসি প্রার্থীর সংখ্যা বেশি তাই কাট-অফ মার্কস বেশি রাখা হয়েছিল। শুনানির পর আদালত জানায়, এই সিদ্ধান্তের মধ্যে বোর্ড কোনও ভুল করেনি। সঠিক সিদ্ধান্তই নিয়েছিল বোর্ড।

মামলাকারীর আইনজীবী প্রণব মল্লিক জানান, সুপ্রিম কোর্টর এই নির্দেশের ফলে ৪৫০ জন ওবিসি প্রার্থীর নিয়োগ ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল।