‘This Was For Our Brothers And Sisters In Gaza’: Pakistan’s Mohammed Rizwan After Victory Vs Srilanka

হায়দরাবাদ: প্রথম ম্যাচে নেদারল্যান্ডস (Netherlands)। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা (Sri Lanka Cricket)। চলতি বিশ্বকাপে টানা দুটো ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে বাবর আজমের (Babar Azam) দল। গতকাল অপরাজিত ১৩১ রানের ইনিংস খেলেছিলেন মহম্মদ রিজওয়ান (Mohammed Rizwan)। আর ম্যাচ জেতানোর পর এই জয় গাজার সন্ত্রাস বিধ্বস্ত মানুষদের উৎসর্গ করতে করতে চাইছেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে রিজওয়ান লিখেছেন, ”এই জয় আমি গাজার সন্ত্রাস বিধ্বস্ত ভাই-বোনেদের উৎসর্গ করতে চাই। পাকিস্তানের জয়ের জন্য নিজের অবদান রাখতে পেরে আমি খুব খুশি। বিশেষ করে আব্দুল্লাহ শাফিক ও হাসান আলির প্রশংসা প্রাপ্য। ওদের জন্যই জয়টা সহজ হয়ে গিয়েছে। হায়দরাবাদের মানুষদের অনেক অনেক ধন্যবাদ। ওখানকার আতিথেয়তায় আমরা মুগ্ধ। আশা করি গোটা টুর্নামেন্ট আমাদের এমনই কাটবে।” 

 

হায়দরাবাদে রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। যে ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলেছিল ৩৪৪/৯। জবাবে ১০ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ওয়ান ডে বিশ্বকাপে এটাই সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার নজির। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২৮ রান তাড়া করে আয়ার্ল্যান্ডের জয়ের রেকর্ড ভেঙে দিলেন বাবর আজ়মরা।

ওয়ান ডে বিশ্বকাপে এটাই সবচেয়ে বেশি রান তাড়া করে জয় পাকিস্তানের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে এটা সবচেয়ে বড় রান তাড়া করে জয়। ভেঙে গেল ২০১২ সালে হোবার্টে সিবি সিরিজ়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ৩২১ রান তাড়া করে জয়ের নজির।

ওয়ান ডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত পাকিস্তান। এই নিয়ে মোট ৮ বার বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান। এটাই বিশ্বকাপে কোনও এক দলের বিরুদ্ধে আর এক দলের সবচেয়ে বেশি জয়ের রেকর্ড। দুইয়ে রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৭-০ জয়।

আরও পড়ুন: ফের কোপ অশ্বিনের ওপর, আফগানিস্তানের বিরুদ্ধে সুযোগ শার্দুলকে