Retirement Age of Govt Doctor: চিকিৎসকদের অবসরের বয়স বাড়ছে ওই রাজ্যে, সরকারের নয়া পলিসি

এবার উত্তরপ্রদেশের সরকারি চিকিৎসকদের অবসর নেওয়ার বয়স বাড়িয়ে দেওয়া হল। অর্থাৎ কোনও সরকারি চিকিৎসক ৬৫ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন। আগে সরকারি চিকিৎসকদের অবসরের বয়স ছিল ৬২ বছর। এখন সেটাই বৃদ্ধি করে ৬৫ করে দেওয়া হল। তবে তিনি ৬২ বছর বয়সে স্বেচ্ছায় অবসর নিতে পারেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত?

সূত্রের খবর, সরকারি স্বাস্থ্য় ব্যবস্থায় চিকিৎসকের ঘাটতি রয়েছে। সেকারণেই সরকারি চিকিৎসকদের অবসরকালীন বয়স বাড়িয়ে দেওয়া হল বলে খবর।

সরকারের নতুন পলিসিতে বলা হচ্ছে ৬২ বছর বয়স হওয়ার পরে কোনও চিকিৎসক স্বেচ্ছায় অবসর নিতে পারেন। অথবা তিনি প্রশাসনিক পদ ছেড়ে দিতে পারেন। যেমন ডিরেক্টর জেনারেল, ডিরেক্টর, মুখ্য় স্বাস্থ্য আধিকারিক এই সমস্ত দায়িত্বপূর্ণ পদ তিনি ছেড়ে দিতে পারেন। এরপর তিনি সাধারণ চিকিৎসক হিসাবে বাকি তিনটে বছর কাটিয়ে দিতে পারেন।

কার্যত রাজ্যজুড়ে চিকিৎসকের ঘাটতি পূরণ করার জন্য় সরকার এই পলিসি নিয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ প্রতিবছরই বহু চিকিৎসক অবসর নেন। সেক্ষেত্রে সেই পদগুলি ফাঁকা হয়ে যায়। সেই জায়গায় তাঁরা যদি কাজ চালিয়ে যান তবে আখেরে লাভবান হবেন সাধারণ রোগীরাই। সেকারণে এবার যোগী আদিত্যনাথের রাজ্যে নয়া উদ্যোগ।

উত্তরপ্রদেশের মন্ত্রী সুরেশ খান্না জানিয়েছেন, যে সমস্ত চিকিৎসকরা লেভেল ১,২,৩, ও ৪ স্তরে কর্মরত রয়েছেন তাঁদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করা হয়েছে। তবে প্রশাসনিক পদে যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন তাঁরা ৬২ বছর বয়সেই অবসর নিতে পারেন। সাংবাাদিকদের একথা জানিয়েছেন মন্ত্রী।

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন যাঁরা অবসর নিতে চাইছেন তাঁরা স্বেচ্ছায় অবসর নিতে পারেন।

সূত্রের খবর উত্তর প্রদেশের বিভিন্ন সরকারি ক্ষেত্রে কর্মরত প্রায় ১৪,০০০ চিকিৎসকের উপর এর প্রভাব পড়বে। তবে নয়া পলিসিতে জানানো হয়েছে. জেলা টিবি অফিসার, জেলা কুষ্ঠ নিরাময় সংক্রান্ত দফতরের দায়িত্বপ্রাপ্ত অফিসার, ট্রেনিং সেন্টারে যাঁরা রয়েছেন তাঁদের ৬২ বছর বয়সের পর আর সেই দায়িত্বে রাখা হবে না।