ইসরায়েলের বিমান হামলায় গাজায় নিহত বেড়ে ১২০০

শনিবার (০৭ অক্টোবর) থেকে শুরু হওয়া ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ছয় দিনে গড়িয়েছে। এই সংঘাতে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে এক হাজার ২০০ জন। আহতের সংখ্যা পাঁচ হাজার ৬০০ জন। অন্য দিকে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ২০০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় (১২ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় এক হাজার ২০০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যাদের মধ্যে শিশু ও নারীর সংখ্যাই বেশি।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলের আক্রমণে পাঁচ হাজার ৬০০ মানুষের বেশি আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন। অতিরিক্ত রোগীর চাপে উপযুক্ত চিকিৎসা প্রদান ব্যাহত হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের বিধ্বংসী বোমা হামলার কারণে গাজায় তিন লাখ আটত্রিশ হাজার ৯৩৪ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।