এআইইউবি-তে ৫ম ন্যাশনাল ক্রিয়েটিভ চ্যালেঞ্জ অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে ‘৫ম ন্যাশনাল ক্রিয়েটিভ চ্যালেঞ্জ’ অনুষ্ঠিত হয়েছে। গত ৫ ও ৭ অক্টোবর দুই দিনব্যাপী এই আয়োজন করে এআইইউবি এবং তান-রাত ইনস্টিটিউট অব বাংলাদেশ।

এবারের আয়োজনে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থী ৩৭টি বিভাগে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ৪০০ জনের বেশি শিক্ষার্থীকে বিভিন্ন বিভাগে বিজয়ী ঘোষণা করা হয় এবং পুরস্কার দেওয়া হয়।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ জন শিক্ষক-শিক্ষিকাকে সম্মান জানানো হয়। 

গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার; বাঁধন সোসাইটির চেয়ারপারসন ও হামিদ স্কুলের প্রতিষ্ঠাতা ড. সীমা হামিদ; গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সুফি ফারুক ইবনে আবুবকর; পেন্টাগন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম ও তান-রাত ইনস্টিটিউট অব বাংলাদেশ এর উপদেষ্টা এম আব্দুল্লাহ আল মামুন।

গত ৭ অক্টোবর রোজ শনিবার তিন দিনব্যাপী অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন; এআইইউবির প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: আব্দুর রহমান; তান-রাত ইনস্টিটিউট অব বাংলাদেশ এর উপদেষ্টা তাজুল ইসলাম ও উপদেষ্টা এম আবদুল্লাহ আল মামুন এবং সেবা এক্সওয়াইজেডের সহ-প্রতিষ্ঠাতা ইলমুল হক সজিব। 

আমন্ত্রিত প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরা।