ED Raids: একের পর এক চালকলে ইডির হানা, নিয়োগ দুর্নীতির টাকা কোথায় গেল খুঁজতেই তল্লাশি?

ব্যাঙ্ক প্রতারণার অভিযোগের তদন্তে বুধবার সকালে রাজ্যের বিভিন্ন চাল ও আটা কলে ইডির হানায় এই প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবার নদিয়া জেলার অন্তত ৩টি চাল ও আটাকলে হানা দিয়েছেন ইডি গোয়েন্দারা। তার মধ্যে রয়েছে শান্তিপুরের একটি চালকল।

বুধবার সকাল ৮টা নাগাদ নদিয়ার শান্তিপুর, হরিণঘাটা ও গাংনাপুর থানা এলাকায় তিনটি চালকলে হানা দেন ইডির গোয়েন্দারা। কৃষ্ণনগরে একটি আটা কলেও হানা দেন তাঁরা। চালকলগুলির মধ্যে অন্তত ২টির মালিক সুব্রত ঘোষ নামে কলকাতার বাসিন্দা এক ব্যক্তি।

সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চালকলের বিভিন্ন নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হয় কর্মচারীদের। তবে কোন অভিযোগের ভিত্তিতে এই হানা তা জানা যায়নি।

এর আগে মুর্শিদাবাদে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানায় হানা দিয়েছিল ইডি। উদ্ধার হয়েছিল নগদ প্রায় ৯ কোটি। সূত্রের খবর, একাধিক ব্যাঙ্ক প্রতারণার অভিযোগের তদন্তে ময়দানে নেমেছে ইডি। ভুয়ো নথি জমা দিয়ে ঋণ নিয়ে সেই ঋণ আর শোধ করেননি এই চালকলগুলির মালিকরা। এর পর অভিযোগ দায়ের করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেই দুর্নীতির তদন্তেই তল্লাশিতে ইডির গোয়েন্দারা।