ODI World Cup 2023: Ishan Kishan Provides Update On Shubman Gill’s Health And Fitness

আমদাবাদ: বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। দুই ম্যাচে ভারতীয় ব্যাটিং, বোলিং দেখে বিশেষজ্ঞরা বেশ প্রভাবিত হয়েছেন। তবে চিন্তা একটাই দুই ম্যাচ হয়ে গেলেও, ডেঙ্গি আক্রান্ত ভারতের তরুণ ওপেনার শুভমন গিল (Shubman Gill) এখনও ফিট হতে পারেন। কবে ফিরবেন তিনি. বাড়ছে উদ্বেগ।

শুভমন গিলের প্লেটলেট কাউন্ট কমে যাওয়ায় তাঁকে গত রবিবার বাধ্য হয়েই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তবে সোমবার তিনি হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে গিয়েছেন। কিছু কিছু মহলে গিল আদৌ বিশ্বকাপে খেলতে পারবেন কি না, সেই নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। শোনা যাচ্ছিল তিনি যদি একান্তই গিল ফিট হতে না পারেন, সেক্ষেত্রে রুতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জয়সওয়ালকে বিকল্প হিসাবেও ভাবা হচ্ছিল।

তবে গিলের শারীরিক পরিস্থিতি নিয়ে এবার আপডেট দিলেন টিম ইন্ডিয়ার আরেক তরুণ তথা গিলের বন্ধু ঈশান কিষাণ (Ishan Kishan) ম্যাচের পর গিলের শারীরিক অবস্থার আপডেট দেন। তিন জানিয়ে দেন গিল দ্রুতই সুস্থ হয়ে উঠছেন এবং তাঁকে বিশ্বকাপে খেলতেও দেখা যাবে। কিষাণ আফগানিস্তান ম্যাচের পর এক সাক্ষাৎকারে জানান, ‘ও সুস্থ হচ্ছে, চিন্তার কোনও কারণ নেই। দ্রুতই ফিরবে ও। সাম্প্রতিক সময়ে ও নিজের ফিটনেসের উপর প্রচুর কাজ করেছে। ওর ফিটনেসের জন্যই আর পাঁচজন সাধারণ মানুষের থেকে এই অসুখ থেক দ্রুত সুস্থ হচ্ছে ও। দ্রুতই ওকে ভারতের জার্সিতে খেলতে দেখা যাবে।’

সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছিলেন, ‘গিল এখন একদম সুস্থ রয়েছেন। বুধবারই চেন্নাই থেকে আমদাবাদের উদ্দেশে রওনা দিচ্ছে সে। তবে বৃহস্পতিবার মোতেরাতে গিল আদৌ অনুশীলন সারবেন কি না তা এখনও বলা সম্ভব নয়। দ্রুত শারীরিকভাবে ফিট হয়ে উঠছে গিল। তবে পাকিস্তানের বিরুদ্ধে ওকে পাওয়া যাবে কি না তা নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।’ সেইমতো এএনআইয়ের রিপোর্ট অনযায়ী বুধবারই আমদাবাদে পৌঁছে গিয়েছেন শুভমন গিল। অবশ্য গিল আমদাবাদে পৌঁছলেও, পাকিস্তান ম্যাচেও তাঁর খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: কোনওদিন সফল হই, কোনওদিন হই না, কিন্তু এই মেজাজেই ব্যাটিং করতে চাই: রোহিত