ইডির আবেদনে সাড়া দিলেন বিচারপতি অমৃতা সিনহা, তদন্তে ফিরলেন মিথিলেশ কুমার‌

ইডির সহকারী অধিকর্তাকে নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত থেকে সরিয়ে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তারপর গতকাল বৃহস্পতিবার ওই ইডি কর্তা পুনরায় আবেদন করেন, যাতে বাকি মামলার তদন্ত থেকে যেন তাঁকে সরানো না হয়। ইডির সহকারী অধিকর্তা মিথিলেশ কুমার মিশ্রের বিরুদ্ধে দেওয়া বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ পুনর্বিবেচনা করার জন্য কলকাতা হাইকোর্টে আর্জি জানিয়েছিল ইডি। তারপর আজ, শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা জানান, রুদ্ধদ্বার শুনানি হবে। তবে এজলাসে পক্ষ এবং বিপক্ষের আইনজীবী ছাড়া কেউ থাকতে পারবেন না। লাইভ করা যাবে না। তারপর শুরু হয় মামলার শুনানি। ইডির অধিকর্তা রাহুল নবীনকেও তলব করা হয়। ভার্চুয়াল মাধ্যমে তিনি এই শুনানিতে অংশ নেন এবং শুনানি শেষে আগের নির্দেশ ফিরিয়ে নিলেন বিচারপতি।

এদিকে গত ২৯ সেপ্টেম্বর মিথিলেশ কুমার মিশ্রকে রাজ্যের সমস্ত মামলার তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা হাইকোর্টের নির্দেশে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিবরণ আদালতে জমা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। আর তার বিবরণ দেখেই তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। তবে আজ, শুক্রবার যার বিরুদ্ধে দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নিয়োগ দুনীতি তদন্ত থেকে তাঁকে সরিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট, এমনকী রাজ্যের কোথাও তিনি অন্য কোনও তদন্ত করতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই সব নির্দেশ ফিরিয়ে নিল উচ্চ আদালত।

অন্যদিকে আগে ইডিকে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, রাজ্যের সমস্ত মামলা থেকে যেন সরিয়ে দেওয়া হয় ইডির এই সহকারী কর্তাকে। বৃহস্পতিবার সেই ইডি কর্তা আবার বিচারপতির এজলাসে আগের নির্দেশের পুনর্বিবেচনার আবেদন করেন। যার শুনানি হল আজ। ইডির এই কর্তা কলকাতা হাইকোর্টে আর্জি জানান, নিয়োগ মামলার তদন্ত থেকে তাঁকে সরিয়ে দেওয়া হলেও রাজ্যের অন্য মামলাগুলির দায়িত্ব থেকে তাঁকে সরানো না হয়। এই আবেদনের প্রেক্ষিতে আজ, কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দেন, নিয়োগ দুর্নীতি–সহ সব মামলার তদন্ত করতে পারবেন মিথিলেশ কুমার মিশ্র। আগের নির্দেশ প্রত্যাহার করে জানালেন বিচারপতি অমৃতা সিনহা। পশ্চিমবঙ্গের যে কোন মামলার তদন্ত করতে পারবেন মিথিলেশ কুমার মিশ্র। তার বিরুদ্ধে নির্দেশনামায় যে পর্যবেক্ষণ ছিল সেটাও প্রত্যাহার করলেন বিচারপতি সিনহা।

আরও পড়ুন: দুর্গাপুজোয় সারারাত বাস চলবে মহানগরীতে, ৮টি রুটে পরিষেবার ব্যবস্থা পরিবহণ দফতরের

আর কী জানা যাচ্ছে?‌ নয়াদিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে এই শুনানিতে অংশ নেন ইডির জয়েন্ট ডিরেক্টর। তিনি জানান, মিথিলেশ দক্ষ অফিসার। তিনি সঠিক পথেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন। বেশ কিছুক্ষণ চলল সওয়াল–জবাব পর্ব। তার তারপরই ওই আবেদন মঞ্জুর করলেন বিচারপতি অমৃতা সিনহা। সুতরাং আর কোনও বাধা রইল না মিথিলেশের তদন্ত করতে। আবার তিনি তদন্ত রিপোর্ট জমা দেবেন। সেখানে সব তথ্য তুলে ধরা হবে বলে মনে করা হচ্ছে। এই তদন্ত করতে যা যা করণীয় তা তিনি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এখন দেখার কোন পথে এগোয় তদন্ত।