ODI World Cup 2023: Pakistani Presenter Zainab Abbas Apologizes To Indians For Disparaging Tweets

নয়াদিল্লি: বিশ্বকাপের (ODI World Cup) মাঝেই শোরগোল পড়ে গিয়েছিল তাঁকে নিয়ে। তিনি ভারত ও হিন্দুবিরোধী ট্যুইট করেছিলেন এক সময়, এই অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। পাকিস্তানের মহিলা ক্রিকেট সঞ্চালক জ়াইনাদ আব্বাস (Zainab Abbas) বিশ্বকাপ চলাকালীন ভারত ছেড়ে চলে যেতে বাধ্য হন।

অবশেষে নীরবতা ভাঙলেন জ়াইনাব। জানালেন, তাঁকে ভারত ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়নি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আমাকে মোটেও ভারত ছেড়ে চলে যেতে বলা হয়নি বা অপসারিত হইনি। তবে সোশ্যাল মিডিয়ায় যে প্রতিক্রিয়া হয়েছে, তাতে আমি ভীত। বিচলিত। আমার নিরাপত্তা নিয়ে এখনই কোনও প্রশ্ন না থাকলেও, দুই দেশেই আমার বন্ধুরা উদ্বিগ্ন। কী হয়েছে, সেটা বলার জন্য আমার কিছুটা সময় লেগেছে।’

তারপরই জ়াইনাব লিখেছেন, ‘আমার যে পোস্ট ঘুরে বেড়াচ্ছে, তা কাউকে আঘাত করে থাকলে আমি অনুতপ্ত। আমি সাফ বলতে চাই যে, ওই পোস্ট আমার মূল্যবোধের প্রতিফলন নয়। আজকের ব্যক্তি আমির সঙ্গেও তার কোনও মিল নেই। যদিও এই ধরনের মন্তব্যের কোনও অজুহাত হয় না। আমি মন থেকে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’

জ়াইনাব আব্বাসের বিরুদ্ধে অভিযোগ, এই পাক সঞ্চালক ভারত এবং হিন্দু বিরোধী মন্তব্য করেছিলেন এক সময়। নতুন করে জলঘোলা শুরু হয়েছে তা নিয়ে। শেষ পর্যন্ত ভারত ছেড়ে যান পাকিস্তানি সঞ্চালক।

বিশ্বকাপে আইসিসির সঞ্চালকদের তালিকায় ছিলেন জ়াইনাব। বিশ্বকাপের জন্যই ভারতে এসেছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্টের প্রথম সপ্তাহেই ভারত ছাড়তে হয় তাঁকে। হিন্দু ধর্মের প্রতি অপমানজনক মন্তব্যের কারণে তাঁর বিরুদ্ধে দিল্লির সাইবার সেলে অভিযোগ করা হয়েছিল বলে খবর। জানা যায়, তারই ফল হিসেবে ভারত ছাড়তে হয় জ়াইনাবকে। আপাতত তিনি দুবাইয়ে আছেন।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ১৪ অক্টোবর, শনিবার। রোহিত শর্মা বনাম বাবর আজ়মদের সেই দ্বৈরথ আমদাবাদে। তার আগে জ়াইনাবকে ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয় পাকিস্তানি সংবাদমাধ্যমে। এমনিতে আমদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য পাকিস্তানি সমর্থকদের ভিসা দেওয়া হয়নি। তা নিয়ে বিতর্কের মধ্যেই জ়াইনাবকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার ঘটনা প্রকাশ্যে এল।

তবে জ়াইনাবের মন্তব্য সাম্প্রতিক নয়। প্রায় ৯ বছর আগে সোশ্যাল মিডিয়ায় ভারত ও হিন্দু বিরোধী মন্তব্য করেছিলেন জ়াইনাব। সে সময় যে অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন, তাই এখন জ়াইনাবের এক্স অ্যাকাউন্ট। সেই পোস্ট হঠাৎ করেই ফিরেছে আলোচনায়। যাতে অস্বস্তিতে পড়েছেন পাকিস্তানি সঞ্চালক। দিল্লির সাইবার সেলে লিখিত অভিযোগ করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। এফআইআরের অনুরোধও করেছিলেন। হিন্দু ভাবাবেগ ও ভারতের বিরুদ্ধে মন্তব্যের কারণেই জাইনাবকে এই দেশ থেকে বিতাড়িত করার দাবিও তুলেছিলেন। বিনীত এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ভারত বিরোধী মানুষজন কোনও ভাবেই ভারতে স্বাগত নন।’

আরও পড়ুন: ODI World Cup Exclusive: বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ দেখতে আমদাবাদে যাবেন সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial