দূরন্ত ক্য়ামব্যাক কেনের, বিশ্বকাপের জয়ের হ্যাটট্রিক করে ফেলল নিউজিল্যান্ড News Zealand beats Bangladesh in World Cup

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করে ফেলল নিউজিল্যান্ড। দলের ফিরেই ম্য়াচ জেতানো ইনিংস খেললেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশ হারল ৮ উইকেটে।

আরও পড়ুন:  IND vs PAK | World Cup 2023: IND vs PAK | World Cup 2023: ‘শুভমন ৯৯ শতাংশ…!’ রোহিতের থেকে চলে এল মেগা আপডেট

এবার বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করেছিল বাংলাদেশ। তারপর টানা দুটি ম্যাচ হারলেন শাকিব আল হাসানেরা। এদিন চেন্নাইয়ের উইকেটে টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন নিউজিল্য়ান্ড অধিনায়ক। প্রথম বলেই লিটন দাসকে ফিরিয়ে দেন ট্রেন্ট বোল্ট। বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি আর ওপেনার  তানজিদ হাসানও। রান পাননি নাজমুল হোসেন শান্ত।

মাত্র ৫৬ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো বেকায়দায় পড়ে যায় বাংলাদেশ। এরপর ইনিংসের হাল ধরেন দলের সব থেকে অভিজ্ঞ দুই ক্রিকেটার শাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। জুটি বেঁধে  ৯৬ রানের তোলেন তাঁরা। হাফসেঞ্চুরি করেন  মুশফিকুর। শেষদিকের ভালো খেলেন মাহমুদুল্লা। তাঁকে সঙ্গ দেন তাসকিন আহমেদ। ইনিংস শেষ হয় ২৪৫ রানে। 

এদিকে ইনিংসের শুরুটা ভালো হয়নি নিউজিল্য়ান্ডেরও। রচিন রবীন্দ্র আউট হওয়ার পর, তিন নম্বরে ব্যাট করতে নামে অধিনায়ক উইলিয়ামসন। প্রথমে কনওয়ে ও পরে ড্যারিল মিচেলের ৫০-এর গণ্ডি পেরিয়ে যান তিনি। ভালোই খেলছিলেন। কিন্তু ৭৮ রানের মাথায় আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়। ততক্ষণে ম্য়াচ কার্যত পকেটে পুরে ফেলেছে নিউজিল্য়ান্ড। তখনও ৪৩ বল বাকি।  ৮ উইকেটে ম্যাচ জিতে যায় তারা।

আরও পড়ুন:  IND vs PAK | World Cup 2023: ‘তুমি পিচে হতে পারো…’ এবার বোল্ট বনাম বিরাট! নেটপাড়ায় তুমুল শোরগোল

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)