Chinese citizen arrested: নেপালি পরিচয় দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, খড়িবাড়িতে গ্রেফতার চিনা নাগরিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক চিনা নাগরিককে গ্রেফতার করল পুলিশ। এছাড়াও, ওই ব্যক্তিকে সহায়তা করার অভিযোগে ২ নেপালি নাগরিকদের গ্রেফতার করা হয়েছে। আজ খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে ভারত-নেপাল সীমান্ত থেকে ওই চিনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম লি শিয়াকাং এবং ধৃত ২ নেপালের নাগরিকের নাম হল সঞ্জীব সুয়াল ও চিত্রগুপ্তা অধিকারী।

আরও পড়ুন: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউজিল্যান্ডের নাগরিকের কাছে মিলল ভুয়ো ভারতীয় আধার কার্ড

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চিনা নাগরিক নেপাল থেকে সীমান্তে পৌঁছে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। তাকে সেই কাজে সাহায্য করছিল নেপালের দুই নাগরিক। তারা একটি গাড়িতে করে ওই চিনা নাগরিককে ভারতের খড়িবাড়ি এলাকার পানিট্যাঙ্কি সীমান্তে পৌঁছে দেয় বলে অভিযোগ। তখন সীমান্তে কর্তব্যরত ৪১ নং এসএসবি জওয়ানরা তাদের কাছে নথি দেখতে চান। নেপালের দুই নাগরিক তখন নিজেদের নাগরিকত্বের প্রমাণ দেখায়। চিনা নাগরিকও নিজেকে নেপালের নাগরিক বলে দাবি করে। সন্দেহ হওয়ায় জওয়ানরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তখন ওই ব্যক্তির কাছ থেকে চিনা নাগরিকত্বের প্রমাণ পান জওয়ানরা।  

জানা গিয়েছে, ধৃত চিনা নাগরিক চিনের জিয়াগাসির বাসিন্দা। অন্যদিকে, নেপালের ২ বাসিন্দার মধ্যে সঞ্জীব সুয়াল নেপালের ভক্তপুরের ও চিত্রগুপ্তা অধিকারী টেপলুজাঙ্গ জেলার বাসিন্দা। পরে ধৃত তিনজনকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। এছাড়াও তাদের গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। ওই ব্যক্তি কী কারণে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। তার উদ্দেশ্য কী ছিল? সেক্ষেত্রে গুপ্তচরবৃত্তির সম্ভাবনা রয়েছে কিনা পুলিশ পুরো বিষয়টি জানতে চায়ছে। তাই ওই চিনা নাগরিককে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসা করতে চাইছে। তার ভিত্তিতে এদিন পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ। 

প্রসঙ্গত, পানিট্যাঙ্কি সীমান্তে চিনা নাগরিকের গ্রেফতার হওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এই সীমান্তে বহু চিনা নাগরিককে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। মূলত নেপাল সীমান্ত হয়ে নেপালের নাগরিক পরিচয় দিয়ে সেক্ষেত্রে চিনা নাগরিকদের অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ উঠেছে। গত জুলাই মাসেও পানিট্যাঙ্কিতে এক চিনা নাগরিক ভারতে প্রবেশের চেষ্টা করেছিল। পরে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। সে ক্ষেত্রে ধৃতের কাছ থেকে ভারতে প্রবেশের ভিসা ছিল না বলে জানা গিয়েছে।