Anti Hindu Violence: দুর্গাপুজোর মুখে বাংলাদেশে হিন্দুদের মিছিলে আওয়ামি লিগের হামলা, আহত ৪

বাংলাদেশের কুমিল্লায় সেদেশের সংখ্যালঘুদের সংগঠন হিন্দু – বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল শেখ হাসিনার দল আওয়ামি লিগের কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার বেলা ১১টা নাগাদ কুমিল্লা শহরে এই ঘটনা ঘটে। হামলায় মিছিলে যোগদানকারী অন্তত ৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১ জনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।

বাংলাদেশের সাংসদ মৃণাল কান্তি দাসকে নিয়ে আওয়ামি লিগ নেতার সাম্প্রদায়িক গালাগালি, শাসক দলের এক সাংসদের দুর্গাপুজোকে নিয়ে কটাক্ষ, কুড়িগ্রামে চারণ কবি রাধাপদ রায়ের বিরুদ্ধে হামলা ও বাংলাদেশজুড়ে দুর্গাপুজোর আগে বিভিন্ন মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এদিন কুমিল্লায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল হিন্দু – বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদ।

বাংলাদেশের হিন্দুদের অভিযোগ, সেদেশের শাসকলদের সাংসদ কুমিল্লায় দুর্গাপুজোর আয়োজন সংক্রান্ত প্রশাসনিক বৈঠকে মন্তব্য করেন হিন্দু ধর্মাবলম্বীদের ‘মদ মুক্ত’ পূজা উজ্জাপন করতে হবে। মণ্ডপে লিখতে হবে ‘মাদকমুক্ত পূজা’। সাংসদের এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানায় সেদেশের হিন্দু সংগঠনগুলি। এর পরই শহরে মিছিলের ডাক দেয় হিন্দু – বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদ।

সংগঠনের কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক তাপস বক্সি বলেন, এদিন প্রথমে আমাদের মিছিলে বাধা দেয় পুলিশ। তার পর আওয়ামি লিগের শাখা সংগঠন যুব লিগ ও ছাত্র লিগের দুষ্কৃতীরা আমাদের শান্তিপূর্ণ মিছিলকে পিছন থেকে আক্রমণ করে হামলা চালায়।

পুলিশের তরফে জানানো হয়েছে, সংঘাতের আশঙ্কাতেই মিছিল আটকেছিল পুলিশ। কিন্তু তার পরও মিছিলে কী করে হামলা হল তার কোনও গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেননি কুমিল্লার কোতয়ালি থানার ওসি।