Cricket in Olympics : 'গ্রেটেস্ট প্রত্যাবর্তন', অলিম্পক্সে ক্রিকেটের ফেরায় সিলমোহর আইওসির

<p><strong>দুবাই :</strong> আইসিসি-র (ICC) প্রস্তাব গ্রহণ করল আইওসি (IOC)। যার সুবাদে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ তথা অলিম্পিক্সে ক্রিকেটের প্রত্যাবর্তনে কার্যত সিলমোহর পড়ে গেল। তবে সামনের বছর প্যারিস অলিম্পিক্সে নয়, ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স থেকে সেখানে ফের অন্তর্ভুক্ত হবে ক্রিকেট।</p>
<p>এলএ অলিম্পিক্সে টি ২০ ফর্মাটে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব জমা দিয়েছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC)। যে প্রস্তাব গ্রহণ করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (IOC)। মুম্বইয়ে ১৪ থেকে অক্টোবর আইওসি-র বৈঠকে এর পরের পদক্ষেপ নেওয়া হবে। ওয়াকিবহাল মহলের মতে, যেখানে ক্রিকেটের অলিম্পিক্স-ভুক্তি কার্যত নিশ্চিত।&nbsp;আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ বলেছেন, পাঁচটি খেলাকে অলিম্পিক্সে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রস্তাব গৃহিত হয়েছে। প্রসঙ্গত, যার মধ্যে একটি ক্রিকেট।&nbsp;</p>
<p>বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে অলিম্পিক কমিটির কাছে প্রস্তাব রাখা হয়েছিল, পুরুষ ও মহিলা দুই বিভাগেই বিশ্বের সেরা ছয়টি দেশকে নিয়ে হবে প্রতিযোগিতা। কোনও শর্ট ফর্মাটে খেলা আয়োজনের পক্ষে ছিল আইওসি। সঙ্গে তাদের দাবি ছিল, এমন কোনও ফর্মাটে খেলা হোক, যেখানে বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়, সেই ভিত্তিতেই বাদ পড়ে টি ১০ ফর্মাটের ভাবনাচিন্তা। উঠে আসে টি ২০-র চিন্তাভাবনা। নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সময়সীমার শেষে যে ৬ টি দল ক্রমতালিকার প্রথম ছয়ে থাকবে, তারাই সরাসরি অলিম্পিক্সে খেলার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে বলেই জানায় আইসিসি। যে প্রস্তাবই গৃহিত হয়েছে।&nbsp;</p>
<p>১৯০০ প্যারিস অলিম্পিক্সে একবারই মাত্র সুযোগ পেয়েছিল ক্রিকেট। তারপর থেকে অলিম্পিক্সে আর দেখা যায়নি ক্রিকেটকে। এবার প্রস্তাব গ্রহণ হওয়ার পর কার্যত ১২৮ বছর পরে ফের অলিম্পিক্সে ক্রিকেটেরে ফেরা কার্যত নিশ্চিত হয়ে গেল। প্রসঙ্গত, ১৯০০ অলিম্পিক্সে ক্রিকেটের একটি মাত্রই ম্যাচ আয়োজিত হয়েছিল। ১২ জন করে যে ম্যাচে ফ্রান্সকে হারিয়ে দিয়েছিল গ্রেট ব্রিটেন।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>
<p><a title="আরও পড়ুন- হুমকি মেল পেয়েই বাড়ল সতর্কতা, ভারত-পাক ম্যাচ ঘিরে আমদাবাদে কড়া নিরাপত্তা বেষ্টনী" href="https://bengali.abplive.com/sports/world-cup-2023-security-arrangements-tightened-in-ahmedabad-ahead-of-india-vs-pakistan-world-cup-clash-1016297" target="_blank" rel="noopener">আরও পড়ুন- হুমকি মেল পেয়েই বাড়ল সতর্কতা, ভারত-পাক ম্যাচ ঘিরে আমদাবাদে কড়া নিরাপত্তা বেষ্টনী</a>&nbsp;</p>