Kolkata metro-পুজোর ভিড় সামলাতে শ্যামবাজার, গীতাঞ্জলি থেকেও ছাড়বে কিছু মেট্রো

প্রতিবছর দুর্গাপুজোয় অন্যান্য পরিবহণের মতো কলকাতা মেট্রোতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হয়। এবার সেই ভিড় ছাপিয়ে যাওয়ার আশঙ্কা করছেন মেট্রো কর্তৃপক্ষ। এখন থেকে ভিড় হতে শুরু করেছে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত এই চার দিন ভিড় সবথেকে বেশি হবে। এমনকী পঞ্চমী এবং ষষ্ঠীর দিনও যাত্রীদের ভিড় বাড়বে বলে আশঙ্কা করছে মেট্রো। ইতিমধ্যে ভিড় নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ করেছে কলকাতা মেট্রো। এবার ভিড় সামলাতে যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহারের উপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: চন্দ্রযানের ধাঁচে তৈরি হল মেট্রোর নয়া টোকেন, টিকিট কাউন্টার থেকেই পাবেন যাত্রীরা

সাধারণত বিগত বছরগুলিতে পুজোর দিনগুলিতে মেট্রোর ভিড় সামলাতে কাগজের টিকিট ব্যবহার করেছে মেট্রো। এর জন্য অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হয়। এ বছর পুজোর আগে কেনাকাটার জন্য ভিড় সামলাতে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে। তবে সেই সঙ্গে যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহার করার পরামর্শ দিচ্ছে কলকাতা মেট্রো। উল্লেখ্য, পুজোয় কলকাতা মেট্রোয় প্রতিদিন কয়েক লক্ষ যাত্রীর ভিড় হয়। তাই চাহিদা অনুযায়ী, এবার প্রত্যেকটি স্টেশনে পর্যাপ্ত স্মার্ট কার্ডের যোগান রাখবে কলকাতা মেট্রো।

এর পাশাপাশি পুজোর দিনগুলিতে ভিড় সামলাতে আরও অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে। প্রতিবারের মতো এবারও দমদম, শ্যামবাজার, মহাত্মা গান্ধী রোড এবং কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ভিড় সামলাতে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে। পুজোর কেনাকাটার জন্য ভিড় সামাল দিতে এই স্টেশন গুলিতে সারাদিন ধরে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে। এর পাশাপাশি পুজোর দিনগুলিতেও থাকবে অতিরিক্ত টিকিট কাউন্টার। তাছাড়া পুজোর দিনগুলিতে মেট্রো শুরুর সময় থেকে ভিড় নিয়ন্ত্রণে প্লাটফর্মে নিরাপত্তা রক্ষী বাড়ানোর পাশাপাশি একাধিক অন্তর্বর্তী স্টেশন থেকে ট্রেন ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, কবি সুভাষ ছাড়াও মহানায়ক উত্তম কুমার, গীতাঞ্জলি সহ একাধিক স্টেশন থেকে ট্রেন ছাড়া হবে। এছাড়াও উত্তরে দক্ষিণেশ্বর এবং দমদমের পাশাপাশি শ্যামবাজার থেকে কিছু বিশেষ ট্রেন ছাড়া হবে। এর ফলে ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। এছাড়াও ভিড় নিয়ন্ত্রণে মেট্রো স্টেশনে ঢোকার মুখে থাকবে রেল পুলিশ। কালীঘাট স্টেশনের প্রবেশ পথকে একমুখী করা হতে পারে বলে মেট্রো সূত্রে জানা গিয়েছে।