Threat Mail: বিস্ফোরণে উড়ে যাবে মোদী স্টেডিয়াম, ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের আগে এল হুমকি মেল, পাঠাল কে?

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সেখানেই হামলা চালানোর হুমকি দিয়ে ইমেল করার অভ। এবার সেই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গুজরাটের রাজকোট থেকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই ব্যক্তির কোনও অপরাধের আগের রেকর্ড নেই। কিন্তু কেন সেই এই হুমকি মেল করল?

ওই ব্যক্তি আদতে মধ্যপ্রদেশের বাসিন্দা। কিন্তু সে রাজকোটের কাছাকাছিই থাকে। এক আধিকারিকের মতে, ফোন থেকে সেই এই মেল করেছিল। একেবারে সংক্ষিপ্ত মেল। কিন্তু তাকে ধরে ফেলা হয়েছে। তবে তার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কিছু নেই।

এদিকে আগামী ১৪ অক্টোবর এখানেই ভারত-পাক বিশ্বকাপ ক্রিকেট হবে। দুই প্রতিবেশী দেশের এই ক্রিকেট লড়াই কার্যত বিরাট ভিড় টানবে এই স্টেডিয়ামে। তার আগে এই হুমকি মেল। খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে।

তবে এই ম্যাচের ক্ষেত্রে নিরাপত্তার যাতে কোনও ত্রুটি না হয় সেটা খতিয়ে দেখছে। গোটা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে।

কিন্তু এবার প্রশ্ন উঠছে ঠিক কী লেখা ছিল ওই মেলে?

সূত্রের খবর, ওই মেলে লেখা হয়েছিল, স্টেডিয়ামে বিরাট বিস্ফোরণ হবে। তবে এনিয়ে আধিকারিকরা বিস্তারিত কিছু বলতে চাননি। তবে মেল পাওয়ার পরেই নড়েচড়ে বসে পুলিশ। বিষয়টি হাল্কা ভাবে নিতে চায়নি পুলিশ। দ্রুত এনিয়ে খোঁজখবর শুরু হয়। শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু কেন সে এই মেল করল? এদিকে মেলে সে তার নামও লিখেছিল। এভাবে মেল করে সে আপাতত  পুলিশের জালে। 

তবে ভারত পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগে এবার গোটা এলাকায় নিরাপত্তার কড়া বেষ্টনী তৈরি করল পুলিশ।  গুজরাট পুলিশের পাশাপাশি, এনএসজি, হোমগার্ড, সহ বিভিন্ন থানার পুলিশ মোতায়েন করা হচ্ছে। কেউ যাতে নাশকতা ঘটাতে না পারে সেটাও দেখা হচ্ছে। খেলোয়াড়দের পাশাপাশি বিরাট সংখ্যক মানুষ আসবেন খেলা দেখতে। তাঁদের সুরক্ষা নিশ্চিত করতে সবরকম উদ্যোগ নিচ্ছে সরকার। এনএসজির মতো প্রশিক্ষিত ফোর্সকেও মোতায়েন করা হবে।