NewsClick Case: চিনের টাকায় ছক কষত নিউজক্লিক? ভেঙেছে FCRA, তদন্তে সিবিআই

পৌলমী ঘোষ

নিউজ ক্লিকের এডিটর ও এইচআর প্রধানকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। তারা টাকার বিনিময়ে চিনের হয়ে প্রচার করছিলেন বলে অভিযোগ। সিবিআই এই FCRA লঙ্ঘনের ঘটনার তদন্ত করছে।

এবার সিবিআই ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লঙ্ঘন করার অভিযোগে নিউজক্লিকের বিরুদ্ধে মামলা রুজু করল। দিল্লির অফিসে ও নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থর বাড়িতে অভিযান করা হয়েছে। দিল্লির আদালত প্রবীর পুরকায়স্থ ও নিউজক্লিকের HR Head অমিত চক্রবর্তীকে ১০দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। তারা চিনের পক্ষ নিয়ে প্রচার করার জন্য় টাকা নিয়েছিল বলে অভিযোগ।

গত ৩ অক্টোবর তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছিল। এফআইআরে বলা আছে, এই নিউজ পোর্টালের বিরাট টাকা চিন থেকে এসেছে। ভারতের সার্বভৌমত্বকে ভাঙার জন্য় এই চক্রান্ত। পিএডিএস নামে একটি গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে প্রবীর এসব করতেন বলে অভিযোগ। ২০১৯ সালে লোকসভা ভোটে অন্তর্ঘাত করার ছকও ছিল তাদের।

গত ৩ অক্টোবর দিল্লি সহ অন্য ৮৮টি জায়গায় অভিযান করা হয়। প্রায় ৩০০ ইলেকট্রনিক গেজেট বাজেয়াপ্ত করা হয়েছে। দিল্লি পুলিশ সেল অন্তত ৪৬জনকে জেরা করে। তার মধ্যে মহিলা সাংবাদিকরাও ছিলেন।

তবে নিউজক্লিক অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চায়নি। তাদের দাবি, মিডিয়ার স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য এসব করছে ওরা। তাদের দাবি চিন বা চিনের কোনও গোষ্ঠী থেকে নিউজক্লিক কোনও সহায়তা পায়নি। নিউজক্লিক কোনওদিন কোনও ভাবেই হিংসাকে প্রশয় দেয় না। নিউজক্লিক বিনাপয়সায় ওয়েবসাইটে দেখা যায়। সেক্ষেত্রে যে কেউ এটা যাচাই করে দেখতে পারেন।

অন্যদিকে হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুসারে ও একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, দিল্লি পুলিশ আগেই জানিয়েছিল, নিউজ ক্লিক প্রায় ৩৮ কোটি চিনের সূত্র থেকে পেয়েছে। এমনকী ওয়েবসাইটে চিনের পক্ষে খবর করার জন্য ব্যবহার করা হচ্ছিল। ২৯ কোটি এক্সপোর্ট সার্ভিস হিসাবে পেয়েছিল আর ৯ কোটি পেয়েছিল এফডিআই হিসাবে।

তবে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া তাদের এক্স হ্যান্ডেলে লিখেছিল, সাংবাদিকদের বাড়িতে পুলিশের হানা নিয়ে আমরা উদ্বিগ্ন। নিউজ ক্লিকের সঙ্গে থাকা লেখকদের বাড়িতেও হানা দেওয়া হয়েছে। আমরা গোটা বিষয়টির উপর নজর রাখছি।