ODI World Cup IND Vs PAK Preview: India To Face Pakistan At Narendra Modi Stadium In Ahmedabad, Know In Details

আমদাবাদ: হলিউডের কিংবদন্তি সিনেমা ট্রয় (Troy) মনে আছে?

অ্যগামেমননের ওপর ক্ষুদ্ধ একিলিস তখন যুদ্ধ করতে নারাজ। তাঁকে বিশ্বের সেরা যোদ্ধা মনে করা হতো। অথচ ট্রয়ের যুদ্ধে কার্যত হাত-পা গুটিয়ে বসে রয়েছেন। একিলিসের হয়ে যুদ্ধ করতে গেলেন ভাইপো পেট্রোক্লাস। তাঁরই বর্ম আর শিরস্ত্রাণ পরে। ভুল বুঝে পেট্রোক্লাসকে হত্যা করলেন হেক্টর। যা জ্বালা ধরাল একিলিসের বুকে। যা দেখে অ্যাগামেমননের সেই বিখ্যাত উক্তি, ‘এই ছোকরা আমাদের হয়ে যুদ্ধটা জিতিয়ে দিয়ে গেল।’ তারপরই একিলিসের রণংদেহী মূর্তি আর প্রতিপক্ষ শিবিরের নিধন।

বিশ্বকাপের (ODI World Cup) মাঝে কেন ট্রয়ের গল্প দিয়ে একটা গোটা অনুচ্ছেদ লিখে ফেলা হল? তাও ভারত-পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের প্রিভিউ লিখতে বসে?

উত্তরটা জলবৎ তরলং। বিশ্বকাপে ১১টি ম্যাচ হয়ে গিয়েছে। ভারত-অস্ট্রেলিয়া ও ভারত বনাম আফগানিস্তান ম্যাচ ছাড়া গ্যালারিতে দর্শক কই? এমনকী, নিউজ়িল্যান্ড-ইংল্যান্ড ম্যাচে বা পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বৈরথে মেরেকেটে হাজার দশেক দর্শক। যা দেখে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন, ওয়ান ডে ক্রিকেটের অন্তর্জলি যাত্রা কি শুরু হয়ে গেল ভারতের মাটি থেকেই?

পেট্রোক্লাস হয়ে হাজির হয়ে গিয়েছে ভারত-পাকিস্তান মহারণ। যে ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে। লক্ষাধিক আসন বিশিষ্ট আমদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের সমস্ত টিকিট নিঃশেষ। কানায় কানায় উপচে পড়া গ্যালারির সামনে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ… বিশ্বকাপটাকেই কি বাঁচিয়ে দিয়ে যাবে? কোটি টাকার প্রশ্ন।

টিকিট নিয়ে হাহাকার। ম্যাচের আগের দিনও সকলের মুখে প্রশ্ন, একটা টিকিট হবে? রাজনীতিবিদ, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়, ক্রিকেট প্রশাসক, অভিনেতা, শিল্পী – কে নেই সেই তালিকায়।

ভারতের সামনে লক্ষ্য ৮-০ করার। পাকিস্তান মরিয়া ৭-১ করতে। ওয়ান ডে বিশ্বকাপে কখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। প্রত্যেকবার হেরেছে। টানা ৭ বার। এবার কি ৮-০? বিশ্বকাপে কোনও এক দেশকে সবচেয়ে বেশিবার হারানোর রেকর্ড পাকিস্তানের দখলে। শ্রীলঙ্কাকে ৮ বার হারিয়েছে তারা। সেই রেকর্ডে কি ভাগ বসাবে টিম ইন্ডিয়া?

লড়াই একেবারে সেয়ানে সেয়ানে। শেষ পাঁচ ওয়ান ডে ম্যাচে দুই দলই জিতেছে চারটি করে। একটি করে হেরেছে। ঘরের মাঠে বিশ্বকাপের ম্যাচ খেলতে নামছেন যশপ্রীত বুমরা। অনেকে ভেবেছিলেন, তিনিই হয়তো সাংবাদিক বৈঠক করবেন শুক্রবার। কিন্তু তিনি আসেননি। বুমরা গিয়েছিলেন মায়ের সঙ্গে দেখা করতে। আর সাংবাদিক বৈঠকে এসে রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন, শুভমন গিল ৯৯ শতাংশ সুস্থ। তিনি খেলতে পারেন। না পারলে রয়েছেন ঈশান কিষাণ। যিনি গতমাসে পাল্লেকেলেতে এই পাকিস্তানের বিরুদ্ধে ৮১ বলে ৮২ রানের ইনিংস খেলেছিলেন।

এই মাঠে পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। আইপিএলে এটা আবার মহম্মদ শামির ঘরের মাঠ। গুজরাত টাইটান্সের পেসারের দুরন্ত রেকর্ড এখানে। সেই কথা মাথায় রেখে আগের ম্যাচের দল থেকে শার্দুল ঠাকুরকে ছেঁটে ফেলে কি খেলানো হবে বাংলার পেসারকে?

আমদাবাদে এখন তীব্র দাবদাহ। তবে শনিবার হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আপামর ক্রিকেটপ্রেমীরা আরও একটা দিন গরমে নাজেহাল হতে রাজি। তাতে যদি ভারত-পাক ম্যাচটা নির্বিঘ্নে শেষ করা যায়।

বিশ্বকাপের পেট্রোক্লাস যে…

আরও পড়ুন: ABP Exclusive: ভারতের জন্যই হয়তো বাবরের সেরা ইনিংসটা তোলা রয়েছে, হুঁশিয়ারি আমিরের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial