Circular railway: গঙ্গার ঘাটগুলিতে তর্পণের ভিড়ের কারণে মহালয়ায় চক্র রেলের গতিপথ নিয়ন্ত্রণ করা হবে

আগামীকাল মহালয়া। তাই এদিন শহরের তীরবর্তী গঙ্গার ঘাটগুলিতে তর্পণের ভিড় থাকবে। সেই কথা মাথায় রেখে প্রতিবারের মতো এবারও চক্র রেলের গতিপথ নিয়ন্ত্রণ করা হল। এর পাশাপাশি এদিন বেশ কিছু লোকাল ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এই মর্মে বৃহস্পতিবারই পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে কতগুলি ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে বা কতগুলি ট্রেন ঘুরতি পথে চালানো হবে? সে বিষয়ে রেলের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: সর্ব পিতৃ অমাবস্যায় ঘটছে বিরল সংযোগ, কী ভাবে করবেন শ্রাদ্ধ ও তর্পণ? জেনে নিন

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, তর্পণের কারণে ভোর ৪টে থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত আগামীকাল চক্র রেলের সূচিতে পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে কলকাতা স্টেশন থেকে ছাড়া ৬ জোড়া লোকাল ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ৩ জোড়া লোকাল ট্রেন ঘুরতি পথে শিয়ালদহ উত্তর শাখায় চলবে। এছাড়াও বালিগঞ্জ থেকে ছাড়া ৩ জোড়া লোকাল ট্রেন কাঁকুড়গাছি রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, দুটি লোকাল ট্রেন কাকুরগাছি রোড হয়ে বালিগঞ্জ থেকে মাঝেরহাট পর্যন্ত চলবে। সাধারণত চক্র রেলের যাত্রা পথে গঙ্গা তীরবর্তী যে স্টেশনগুলি পড়ে সেগুলি হল– বাগবাজার, শোভাবাজার, আহিরীটোলা, বড় বাজার, বি.বা.দী বাগ, ইডেন গার্ডেন্স এবং প্রিন্সেপ ঘাট। কমবেশি প্রায় স্টেশনগুলিই কাছেই রয়েছে গঙ্গার ঘাট। এই ঘাটগুলিতে তর্পণের জন্য ভিড় থাকায় স্বাভাবিকভাবেই এই পথে ভোর ৪ টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চক্ররেল চলবে না। মূলত দুর্ঘটনা যাতে না ঘটে সে কারণেই এই পদক্ষেপ করা হয়েছে রেলে তরফে। অধিকাংশ ট্রেনই শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখা হয়ে চালানো হবে।

এছাড়াও ৪টি লোকাল ট্রেন বাতিল থাকছে এগুলি হল–৩০৪১২, ৩০৪১৬ , ৩০ /৪১১ এবং ৩০৪৫১। যদিও ৩০১৩৫ মাঝেরহাট রানাঘাট স্পেশাল (টালা হয়ে) সন্ধ্যা ৬:১৩ টায় মাঝেরহাট থেকে ছাড়বে। ওই ট্রেনটি বালিগঞ্জ হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, শুধু মহালয়া নয়, বিসর্জনের দিন, ছট পুজো এবং অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পুজোর দিনে সে ক্ষেত্রে চক্ররেল ঘুরতি পথে চলে অথবা পথ সংক্ষিপ্ত করা হয়। মূলত ওই সময়গুলিতে গঙ্গার ঘাটে ভিড় থাকে। সেই কারণে দুর্ঘটনা এড়াতেই রেলের তরফে এই ব্যবস্থা নেওয়া হয়। অন্যদিকে, প্রতিবারের মতো এবারও পুজোয় বিভিন্ন লাইনে স্পেশাল ট্রেন চলবে বলে জানা গিয়েছে।