ODI World Cup 2023 Ind Vs Pak: Social Media Flooded With Posts And Good Wishes For Team India After Thumping Win Over Pakistan

আমদাবাদ: দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) অন্যতম ফেভারিট হিসাবেই টুর্নামেন্ট শুরু করেছিল ভারতীয় দল। অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে পরপর ২ ম্যাচে হারিয়ে টগবগ করছিল রোহিত ব্রিগেড। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও ভারতকে এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা (Ind vs Pak)।

কিন্তু কেউ কি ভাবতে পেরেছিলেন যে, ১১৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেবে ভারত? চিরপ্রতিদ্বন্দ্বীকে দুরমুশ করে ৭ উইকেটে জিতে মাঠ ছাড়বেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা?

নরেন্দ্র মোদি-অমিত শাহর শহরে পাকিস্তানকে লজ্জার পরাজয় উপহার দেওয়ার পর ভারতীয় দলকে ঘিরে উচ্ছ্বাস। সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনবার্তার প্লাবন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্ট, ‘গোটা ম্যাচ জুড়ে শুধু ভারত। অসাধারণ খেলে আমদাবাদে জিতেছে। অভিনন্দন। বাকি ম্যাচগুলির জন্য শুভেচ্ছা রইল।’

 

ম্য়াচ শেষ হতেই বীরেন্দ্র সহবাগ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘তছনছ করে দিল। পাকিস্তানিদের দুরমুশ করে দিল একেবারে। ৭২ ওভারই ম্যাচের ফলাফলের জন্য যথেষ্ট ছিল। অসাধারণ জয়। রোহিত দর্শনীয়। বুমরা ও কুলদীপ অসাধারণ। এই জয় অনেকদিন মনে থাকবে। ভারত মাতা কী জয়।’

 

প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর একটি মজার ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, একজন ব্যাটারের দিকে আতশবাজিকে বলের মতো করে ছোড়া হচ্ছে। ব্যাটারের শট সেই বোলারের গায়ের কাছে এসেই ফাটছে। জাফর ক্যাপশনে লিখেছেন, ‘পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে এটা রোহিত শর্মার ব্যাটিং।’

 

জাতীয় মহিলা ক্রিকেট দলের কিংবদন্তি মিতালি রাজ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘দারুণ এক বিবৃতি দিল ভারতীয় ক্রিকেট এবং সেটাও এত বড় একটা ম্যাচে। ভারতের আর এক দাপুটে জয়। এই বিশ্বকাপে সেরা দল। অলরাউন্ড পারফরম্যান্স। অবিস্মরণীয় ইনিংস অধিনায়ক রোহিত শর্মার।’

 

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেভিড হাসির পোস্ট, ‘এই মুহূর্তে বুমরাই বিশ্বের সেরা।’

মহম্মদ কাইফের পোস্ট, ‘বৃহত্তম স্টেডিয়াম, বিশাল ম্যাচ আর রোহিতের ডাবল এক্স এল পারফরম্যান্স। মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের নায়ক ভারতীয় অধিনায়ক রোহিত।’

 

চেতেশ্বর পূজারা এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘দেখার মতো করে ম্যাচ জিতল ভারত।’

অনিল কুম্বলে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘কী দুর্দান্ত পারফরম্যান্স। আজ ভারতীয় দলের সব কিছুই ঠিকঠাক হয়েছে।’

 

কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাত টাইটান্স – আইপিএলের সব দলই অভিনন্দন জানিয়েছে টিম ইন্ডিয়াকে।
যুবরাজ সিংহ পোস্ট করেছেন, ‘বড় টুর্নামেন্ট এলেই রোহিতের এ ক্লাস খেলা বেরিয়ে আসে। অধিনায়ক, তুমি আবার দুর্দান্ত খেলেছো। শ্রেয়স আইয়ারও ভাল খেলেছো। এবং অবশ্যই যশসি জ্যায়সা কোই নহী। গেমচেঞ্জার দারুণ বল করেছো। এগিয়ে চলো ছেলেরা।’

 

সঞ্জয় মঞ্জরেকরের পোস্ট, ‘বুমরা ওর সঙ্গে দ্বিতীয় সেরার দূরত্ব আরও বাড়িয়ে ফেলছে এই বিশ্বকাপে।’

তবে সেরা পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর। ১৩ অক্টোবর শোয়েব আখতার সচিনকে আউট করে তাঁর উল্লাসের ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে লিখেছিলেন, ‘কাল এমন কিছু করতে হলে ঠান্ডা থাকতে হবে।’ শনিবার সচিন জবাব দিয়েছেন, ‘বন্ধু, তোমার উপদেশ মেনে চলেছি আর সব কিছু একেবারে ঠান্ডা করে দিয়েছি।’

 

জয় শাহ থেকে শুরু করে অনেকেই অভিনন্দন জানিয়েছেন ভারতীয় দলকে।