Dilip Ghosh on Amit Shah: অমিত শাহ কলকাতায় আসবেন জানিই না, এসব কী বলছেন অভিমানী দিলীপ ঘোষ!

পুজোর উদ্বোধনে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করবেন তিনি। আর অমিত শাহ যখন কলকাতায় আসছেন তখন স্বাভাবিকভাবে বঙ্গ বিজেপির অন্দরেও একেবারে সাজো সাজো রব। কারণ শাহ সাক্ষাৎ করতে চান অনেকেই। কিন্তু দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ঠিক কী বলছেন?

এবিপি আনন্দে দিলীপ ঘোষ জানিয়েছেন, অমিত শাহ আসছেন জানিই না। কাল আপনার কী কর্মসূচি রয়েছে? সেই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, কর্মীদের খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম রয়েছে। কলকাতাতেই আছি।

তবে অভিমান যে এমন পর্যায়ে গিয়েছে যে সেটা অবশ্য় এতদিন এতটা বোঝা যাচ্ছিল না। কিন্ত এভাবে সংবাদমাধ্যমের সামনে অভিমান ঝড়ে পড়ছে দিলীপের গলায় এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে রামমন্দির করা হয়েছে। এই পুজোর অন্যতম উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। সেই পুজোর উদ্বোধনে আসছেন অমিত শাহ। সোমবার এই পুজোর উদ্বোধন করার কথা রয়েছে। তার আগে কার্যত গোটা এলাকা নিরাপত্তার কড়া বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি।

কিন্তু প্রশ্ন উঠছে কলকাতায় আসবেন অমিত শাহ। আর তা নিয়ে কোনও খবরই নেই দিলীপ ঘোষের কাছে? কেমন যেন বেসুরো গাইছেন দিলীপ ঘোষ। সংবাদমাধ্য়মে তিনি জানিয়েছেন, অমিত শাহ আসছেন জানিই না। কর্মীদের খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম রয়েছে। কলকাতাতেই আছি।

দিলীপ ঘোষের এই মন্তব্যকে কেন্দ্র করে একেবারে শোরগোল পড়ে গিয়েছে বিজেপির অন্দরে। লোকসভা ভোটের মুখে একেবারে তুমুল পরিস্থিতি বিজেপির অন্দরে। প্রশ্ন উঠছে বঙ্গ বিজেপির অন্দরে হলটা কী? একেবারে ছন্নছাড়া অবস্থা বঙ্গ বিজেপির অন্দরে।

অন্যদিকে রবিবার সল্টলেকে বৈঠকে বসে বঙ্গ বিজেপি। আর তাৎপর্যপূর্ণভাবে সেই বৈঠকে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার দুজনকেই দেখা যায়নি বলে খবর। সব মিলিয়ে পুজোর মুখে বিজেপির অন্দরের ঝগড়া কি একেবারে প্রকাশ্য়ে চলে এল?