Icc World Cup: ‘My Job As A Captain Is…’: Rohit Sharma After Pakistan Victory Get To Know

আমদাবাদ: আফগানিস্তানের (IND vs AFG) বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। গতকাল পাকিস্তানের বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে এসেছে দুরন্ত ৮৬ রানের ইনিংস। মাত্র ৬৩ বলের ইনিংসে রোহিত শর্মা ৬টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন। অল্পের জন্য শতরান মিস করলেও পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ জিতেই খুশি হিটম্যান। রোহিত (Rohit Sharma) বলছেন, ”অধিনায়ক হিসেবে আমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ম্যাচে। দুই বিভাগেই আমাতে পরিস্থিতি বুঝে সঠিক প্লেয়ারকে পাঠাতে হয়েছিল কাজটা করার জন্য। এটা সম্ভব হয়েছে কারণ বিশ্বকাপে নামার আগে সবাই রান পেয়েছে। আমরা প্রথম থেকেই স্থির হয়ে মাঠে নেমেছিলাম খেলতে। কি হবে কি না হবে বা কে আগে ব্যাট করবে বা কে পরে ব্যাট করবে, এইসব নিয়ে কিছুই ভাবিনি আমরা।”

ম্যাচে নিজে দুর্দান্ত ব্যাটিং করলেও বোলারদের প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন হিটম্যান। তিনি বলছেন, ”অবশ্যই বোলারদের কৃতিত্ব এখানে আছে। প্রথমে বোলিং করে ওরাই ম্যাচটা আমাদের জন্য সহজ করে তোলে। পিচ দেখে মনে হয়েছিল না যে এটা ১৯০ করার মতো পিচ। প্রথমে আমরা ২৮০ রান মত করতে হবে ভেবেই খেলছিলাম। কিন্তু পরে বোলাররা যা করে দেখালো, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। এগুলো এমন একটি বিষয় যেটার জন্য আমরা গর্ববোধ করি। যার হাতেই বল গেছে, সেই কাজ করে দেখিয়েছে। বল হাতে কাজ দেখানোর জন্য আমাদের ৬ জন বোলার তৈরি ছিল।”

শুরু হয়েছিল ১৯৯২ বিশ্বকাপে (ODI World Cup)। সিডনিতে। পাকিস্তানকে ৪৩ রানে হারিয়ে এক অনন্য বিজয়রথ ছোটাতে শুরু করেছিল ভারত (Ind vs Pak)। সেই সময় ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন মহম্মদ আজহারউদ্দিন।

সিডনির সেই ম্যাচের পর দেখতে দেখতে দীর্ঘ ৩১ বছর অতিবাহিত। মাঝের সময়ে আরও সাতবার ওয়ান ডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান (শনিবার আমদাবাদের ম্যাচ ধরে)। কিন্তু ফলাফল সেই একই গতে বাঁধা। ওয়ান ডে বিশ্বকাপ মানেই ভারতের হাতে পাক-বধ। প্রতিপক্ষ অধিনায়কের নাম কখনও ইমরান খান, কখনও আমির সোহেল, কখনও ওয়াসিম আক্রম, তো কখনও বাবর আজ়ম। বাইশ গজের যুদ্ধক্ষেত্র কখনও ম্যাঞ্চেস্টার, তো কখনও মোহালি। সব কিছু বদলেছে। শুধু বদলায়নি ভারতের সামনে ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানের কেঁপে যাওয়ার ছবি।