Durga Puja 2023: পুজোর অঞ্জলিতে ‘পুত্রান্ দেহি’ বলে ছেলে চাওয়া হয়? বোঝালেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি

‘পুত্রান্ দেহি’ নয়, অঞ্জলির সময় বলুন ‘সন্তানান্ দেহি’ – দুর্গাপুজো এগিয়ে আসতেই সোশ্যাল মিডিয়ায় এরকমই একটি ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গিয়েছে। সম্ভবত কোনও পুজো কমিটির ফ্লেক্সে সেই লেখাটা আছে। আর সেই ছবিটি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একাংশের দাবি, অঞ্জলির সময় ‘পুত্রান্ দেহি’ বলে আসলে দেবী দুর্গার কাছে পুত্রসন্তানের প্রার্থনা করা হয়। তাই ‘সন্তানান্ দেহি’ বলা উচিত নয় বলে দাবি করতে থাকেন নেটিজেনদের একাংশ। যদিও নেটিজেনদের অপর অংশ বলতে থাকেন, ‘পুত্রান্ দেহি’ বলতে শুধু পুত্রসন্তান বোঝানো হয়নি। ‘পুত্রান্ দেহি’ বলতে পুত্র এবং কন্যা – উভয়কেই বোঝানো হয়েছে। কিন্তু কারা ঠিক বলছেন? ‘পুত্রান্ দেহি’ শব্দবন্ধের অর্থ আসলে কী, তা জানালেন শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। পুরো বিষয়টি ব্যাখ্যা করলেন বিশিষ্ট শিক্ষাবিদ।

নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিয়োয় তিনি বলেন, ‘চণ্ডীর একটা মন্ত্র আছে। অঞ্জলি দেওয়ার সময় বলা হচ্ছে যে পুত্রান্ দেহি। (অনেকে বলেন যে) কেন মেয়ে বলছেন না? আমি বারবার বলি, এই পুত্রান্ শব্দের মধ্যে কন্যা শব্দটা আছে। একসঙ্গে আছে। ওটা বহুবচনে পুত্রান্ বলা হয়েছে। শুধু পুত্র (ছেলে) হলে তো বলত যে পুত্রং দেহি। কিন্তু তা তো বলল না। (বলা হল) পুত্রান্। তার মানে পুত্রকন্যা – আমাদের দাও।’

আরও পড়ুন: Durga Puja Guide Using Metro: মেট্রো থেকে বেরোলেই বড় পুজো! দেখে নিন পাতাল রেল চড়ে ঠাকুর দেখার প্ল্যান

বিশিষ্ট শিক্ষাবিদের মত, অনেক ভেবেচিন্তে সেইসব লেখা হয়েছে। যাঁরা লিখেছেন, তাঁরা বিজ্ঞ ছিলেন। নৃসিংহপ্রসাদবাবু বলেন, ‘আমরা বুঝতে ভুল করি। বাক্যের সঙ্গে আপনাকে অর্থটা বুঝতে হবে। অর্থটা না বুঝে যদি চেঁচান, তাহলে (বিষয়টা) দাঁড়াবে যে পুত্রান্ শব্দ কেন ব্যবহার করা হল, কেন মেয়ে বলল না, পুত্রান্ বলল কেন।’

আরও পড়ুন: Durga Puja 2023: কলকাতার ভিড় এড়িয়ে নির্জনে ঠাকুর দেখতে চান? ঘুরে আসুন হুগলির এই ৩ জায়গায়

দুর্গাপুজোর দিনক্ষণ

এবার দুর্গাপুজোর ষষ্ঠী পড়েছে আগামী ২০ অক্টোবর (শুক্রবার)। আগামী ২১ অক্টোবর (শনিবার) সপ্তমী পড়েছে। মহাষ্টমী পড়েছে ২২ অক্টোবর (রবিবার)। সোমবার (২৩ অক্টোবর) পড়েছে মহানবমী। আর দশমী পড়েছে আগামী ২৪ অক্টোবর (মঙ্গলবার)।