ICC On Olympic Inclusion Cricket Los Angeles 2028 T20 Format Know Details

মুম্বই: সম্ভাবনা ছিলই। সেই সম্ভাবনা অবশেষে সত্যি হল। সরকারিভাবে অলিম্পিক্স কমিটির তরফে ২০২৮ লস অ্যাঞ্জেলসে (Los Angeles 2028) ক্রিকেটের অন্তুর্ভুক্তি করার কথা ঘোষণা করা হল। সোমবার মুম্বইয়ে আইওসির সেশনেই এই বহু প্রতীক্ষিত সিদ্ধান্তটি নেওয়া হয়। অলিম্পিক্সে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ক্রিকেট খেলা হবে। পুরুষ ও মহিলা উভয় দলই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। প্রথমবার উভয় বিভাগেই ছয়টি করে দল অংশগ্রহণ করবে।

এবারের আইওসি সেশনটি ভারতেই আয়োজিত হচ্ছে। এই নিয়ে মাত্র দ্বিতীয়বার ভারতে এই সেশন আয়োজিত হচ্ছে। ৪০ বছর আগে শেষবার তা এই দেশের মাটিতে আয়োজিত হয়েছিল। সেই ভারতে আয়োজিত সেশনেই ক্রিকেটর অন্তর্ভুক্তি ঘটল। অবশ্য শুধু ক্রিকেট নয়, আরও চারটি খেলা অন্তর্ভুক্ত হল। সেগুলি হল বেসবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোজ় এবং স্কোয়াশ। আইওসির সদস্য নীতা আম্বানি এই সিদ্ধান্তটির কথা সরকারিভাবে ঘোষণা করেন। তিনি বলেন, ‘২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি খুবই ভাল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন নতুন স্থানে অলিম্পিক্সের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। আইওসি সদস্য, ভারতীয় এবং ক্রিকেট অনুগামী হিসাবে আইওসি সদস্যরা ক্রিকেটের অন্তর্ভুক্তির পক্ষে ভোট দেওয়ায় আমি উচ্ছ্বসিত।’

 

এই প্রথম নয়, আর আগেও অবশ্য অলিম্পিক্সের মেগা মঞ্চে একবার ক্রিকেট আয়োজিত হয়েছিল। ১৯০০ সালের অলিম্পিক্সে অবশ্য দুই দলই ক্রিকেটে অংশগ্রহণ করেছিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ‘বাচ্চাদের মতো করে হারিয়েছে’, পাক দলকে তুলোধনা শোয়েব আখতারের