Fisheries department: অর্থ সঙ্কটে মৎস্য দফতরের অস্থায়ী কর্মীরা, ১৪ মাসেরও বেশি সময় ধরে বকেয়া বেতন

দৈনিক মজুরিভিত্তিক কর্মীরা গত ১৪ মাস ধরে বেতন পাচ্ছেন না। অভিযোগ উঠেছে তেমনই। দাবি করা হচ্ছে, পুজোর মুখে বেতন না পাওয়ায় সমস্যায় পড়েছেন মৎস্য উন্নয়ন নিগমের কর্মীরা। তাঁরা চরম সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। আর এর ফলে ধুঁকছে মৎস্য নিগমের বিভিন্ন প্রকল্পের কাজ। এই অবস্থায় বিভিন্ন প্রকল্পের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন কর্মীরা। কর্মীরা আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

আরও পড়ুন: মৎস্য দফতরেও নিয়োগে অনিয়ম! সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য

মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে, ৯ টি প্রকল্পের মোট ২১৬ জন অস্থায়ী কর্মী রয়েছেন। মৎস্য দফতরের এই প্রকল্পগুলিতে মাছ চাষ থেকে শুরু করে অতিথি নিবাস রয়েছে। কিন্তু বেতন না মেলায় বিভিন্ন অতিথি নিবাসও বন্ধ রয়েছে। ফলে সেখান থেকে আয়ও বন্ধ রয়েছে মৎস্য দফতরের।  বেতন না মেলায় গত ২৯ দিন ধরে পূর্ব বর্ধমানের যমুনাদিঘি প্রকল্পের ৫১ জন কর্মী গেটে তালা ঝুলিয়ে প্রকল্পের কাজকর্ম পুরোপুরি বন্ধ রেখেছন। কর্মীদের অভিযোগ, তাঁরা এ বিষয়ে বারবার দফতরের আধিকারিকদের কাছে আবেদন জানিয়েছেন। এমনকী দফতরের মন্ত্রীও এ বিষয়ে তাঁদের আশ্বস্ত করেছিলেন। কিন্তু তারপরও তাঁদের বেতন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। প্রসঙ্গত, এশিয়ার বৃহত্তম মাছ চাষের প্রকল্প হল যমুনা দিঘির মৎস্য প্রকল্প। তবে এই প্রকল্প বন্ধ থাকায় পর্যটকরা সমস্যায় পড়েছেন। যমুনা দিঘির অতিথি নিবাস বুক করতে পারছেন না পর্যটকরা।

দাবি করা হয়েছে, কর্মীদের বিক্ষোভের জেরে এখনও পর্যন্ত যমুনাদিঘিতে প্রকল্পের কয়েক লক্ষ টাকার রাজস্বের ক্ষতি হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় মৎস্য উন্নয়ন নিগমের ১৬ টি প্রকল্প রয়েছে। যার মধ্যে ৯টি প্রকল্পের কর্মীদের বেতন ৪ থেকে ১৭ মাস ধরে বন্ধ রয়েছে। একইভাবে মেদিনীপুরের নরঘাট প্রকল্পের কর্মীরা আন্দোলনের নেমেছেন। তাঁদের বক্তব্য, তাঁরা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। তবে বেতন না মেলায় তাঁদের সংসার চলছে না। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে ১০ মাস ধরে বেতন বন্ধ রয়েছে। এই প্রকল্পে ২৭ জন কর্মী রয়েছেন। টাকার অভাবে তাঁরা পুজোয় ছেলেমেয়েদের জামা কাপড় কিনে দিতে পারছেন না। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

অভিযোগ, উত্তর ২৪ পরগনার গোলতলায় মৎস্য প্রকল্পের কর্মীরাও দীর্ঘ কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না। এইভাবে অন্যান্য প্রকল্পের কর্মীরা বেশ কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না। তাঁদের হুঁশিয়ারি, বকেয়া না মেটেলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন।  মৎস্য দফতরের এক তারিখের মতে, কর্মীদের বেতন মিটিয়ে দেওয়া উচিত। না হলে প্রকল্পগুলি বন্ধ থাকলে সে ক্ষেত্রে দফতরের ক্ষতি হবে। এ বিষয়ে সিপিএমের কটাক্ষ, বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল মৎস্য নিগম। তৃণমূল কংগ্রেস সরকারের উদাসীনতায় সেটি ধ্বংসের মুখে।